বুধবার, ১৯শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

ড. ইউনূসের সঙ্গে বৈঠক করবেন ২৮ রাষ্ট্রদূত

ড. ইউনূসের সঙ্গে বৈঠক করবেন ২৮ রাষ্ট্রদূত

১২০ Views

প্রথমবারের মতো অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সদস্যভুক্ত ২৭ দেশ ও ঢাকায় ইইউ মিশন প্রধানসহ মোট ২৮ রাষ্ট্রদূত। এই বৈঠক আগামী সোমবার অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার বিকেলে সাপ্তাহিক ব্রিফিংয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ রফিকুল আলম এই তথ্য জানিয়েছেন।

তিনি জানান, ৯ ডিসেম্বর প্রধান উপদেষ্টার সঙ্গে ইইউর ২৭টি দেশের রাষ্ট্রদূত (যার মধ্যে ২০ জন অনাবাসী রাষ্ট্রদূত) এবং ইইউ মিশনের প্রধান একত্রে বৈঠক করবেন। ইইউর সদস্য দেশগুলোর রাষ্ট্রদূতদের সমন্বিতভাবে সরকারের শীর্ষ কর্মকর্তার সঙ্গে আলোচনার এই উদ্যোগ বাংলাদেশের সঙ্গে ইইউর সম্পর্ক আরও গভীর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

এই বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্কের সার্বিক পর্যালোচনা, সহযোগিতার নতুন ক্ষেত্র, এলডিসি উত্তরণ-পরবর্তী জিএসপি প্লাস সুবিধা, জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলা, রোহিঙ্গা প্রত্যাবাসনের অগ্রগতি এবং টেকসই ভবিষ্যৎ নির্মাণে পারস্পরিক অঙ্গীকার নিয়ে আলোচনা হতে পারে বলে জানিয়েছেন মুখপাত্র।

Share This