বুধবার, ৩০শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

ট্রেন দূর্ঘটনায় নিহত ৭ পরিবারকে ২০ হাজার টাকা করে বিতরণ

ট্রেন দূর্ঘটনায় নিহত ৭ পরিবারকে  ২০ হাজার টাকা করে বিতরণ
২০৬ Views

            নিজস্ব প্রতিনিধি॥ কুমিল্লার বুড়িচং উপজেলার বাকশীমূল ইউনিয়নের ঢাকা- চট্টগ্রাম রেলপথের কালিকাপুর রেল ক্রসিংয়ে  সুর্বণ এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় অটোরিকশার ৭ যাত্রী নিহতের ঘটনায়  দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয়ের মানবিক সহায়তা কর্মসূচির আওতায় জেলা প্রশাসক, কুমিল্লার নির্দেশনায় জিআর ক্যাশ থেকে উপজেলা প্রশাসনের মাধ্যমে আর্থিক সহায়তা করা হয়েছে। গত বৃহস্পতিবার বিকালে কুমিল্লা জেলা প্রশাসকের কার্যালয় (জি আর ক্যাশ) থেকে এ আর্থিক অনুদান বিতরণ করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দ শামসুল তাবরীজ।

            এসময় নিহত ৭ পরিবারের মাঝে পরিবারকে ২০ হাজার টাকা করে বিতরণ করেন। এসময় উপস্থিত ছিলেন, বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা সাহিদা আক্তার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মোস্তফা মাঈদুল মোর্শেদ মুরাদ, বুড়িচং থানার ওসি মোহাম্মদ আজিজুল হক, স্থানীয় ইউপি সদস্য আব্দুল করিম খান রিপন, এলাকার গন্যমাণ্য ব্যক্তিবর্গ।

Share This