
লালমাইয়ে নদী থেকে মাটি উত্তালনে ড্রেজার মেশিন জব্দ

প্রদীপ মজুমদার॥ কুমিল্লার লালমাইয়ে নদী থেকে মাটি উত্তালনের অপরাধে নগদ ৪০ হাজার টাকা জরিমানা ও একটি ড্রেজার মেশিন জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। গত সোমবার (২রা ডিসেম্বর) বিকেলে উপজেলার বেলঘর উত্তর ইউনিয়নের আশেকের তুলাতলী চাঁনমলিয়া (নতুন ডাকাতিয়া) নদীতে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার এহসান মুরাদ।
জানা গেছে, নদীতে ড্রেজার মেশিন বসিয়ে মাটি উত্তোলনের অপরাধে ড্রেজার মালিক সাতবাড়িয়া গ্রামের তিতু মিয়াকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন-২০১০ এর বিধি অনুযায়ী নগদ ৪০ হাজার টাকা জরিমানা এবং নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ড্রেজার মেশিনটি উপজেলা কমপ্লেক্সে নিয়ে আসা হয়।
এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট এহসান মুরাদ উপস্থিত জনগনকে সচেতনতার লক্ষ্যে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন-২০১০ এর গুরুত্বপূর্ণ কয়েকটি ধারা (বিধিমালা) উল্লেখপূর্বক বিভিন্ন দিক-নির্দেশনামূলক পরামর্শ দেন।
তিনি বলেন, আমরা অবৈধ ড্রেজারের বিরুদ্ধে নিয়মিত ভ্রাম্যমান আদালতের মাধ্যমে মেশিন ও পাইপ জব্দ, জেল ও জরিমানা করে আসছি। এ উপজেলার নদী, ফসলি জমি রক্ষায় অসাধু ড্রেজার ব্যবসায়ী, মাটি ব্যবসায়ী চক্রকে নির্মূল করার লক্ষ্যে সবসময় আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।