শনিবার, ১৫ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

লালমাইয়ে নদী থেকে মাটি উত্তালনে ড্রেজার মেশিন জব্দ

লালমাইয়ে নদী থেকে মাটি উত্তালনে ড্রেজার মেশিন জব্দ

১০১ Views

            প্রদীপ মজুমদার॥ কুমিল্লার লালমাইয়ে নদী থেকে মাটি উত্তালনের অপরাধে নগদ ৪০ হাজার টাকা জরিমানা ও একটি ড্রেজার মেশিন জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। গত সোমবার (২রা ডিসেম্বর) বিকেলে উপজেলার বেলঘর উত্তর ইউনিয়নের আশেকের তুলাতলী চাঁনমলিয়া (নতুন ডাকাতিয়া) নদীতে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার এহসান মুরাদ।

            জানা গেছে, নদীতে ড্রেজার মেশিন বসিয়ে মাটি উত্তোলনের অপরাধে ড্রেজার মালিক সাতবাড়িয়া গ্রামের তিতু মিয়াকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন-২০১০ এর বিধি অনুযায়ী নগদ ৪০ হাজার টাকা জরিমানা এবং নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ড্রেজার মেশিনটি উপজেলা কমপ্লেক্সে নিয়ে আসা হয়।

            এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট এহসান মুরাদ উপস্থিত জনগনকে সচেতনতার লক্ষ্যে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন-২০১০ এর গুরুত্বপূর্ণ কয়েকটি ধারা (বিধিমালা) উল্লেখপূর্বক বিভিন্ন দিক-নির্দেশনামূলক পরামর্শ দেন।

            তিনি বলেন, আমরা অবৈধ ড্রেজারের বিরুদ্ধে নিয়মিত ভ্রাম্যমান আদালতের মাধ্যমে মেশিন ও পাইপ জব্দ, জেল ও জরিমানা করে আসছি। এ উপজেলার নদী, ফসলি জমি রক্ষায় অসাধু ড্রেজার ব্যবসায়ী, মাটি ব্যবসায়ী চক্রকে নির্মূল করার লক্ষ্যে সবসময় আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।

Share This

COMMENTS