
মনোহরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে ইউনিসেফ ও স্বাস্থ্য মন্ত্রনালয়ের প্রতিনিধি

নিজস্ব প্রতিনিধি॥ মনোহরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ইউনিসেফের অর্থায়নে কোয়ালিটি ইমপ্রুভমেন্ট মাতৃমৃত্যু এবং শিশুমৃত্যু গর্ভবতী মায়েদের বিশেষ সেবা (রেমেন) প্রদান পরিদর্শনে আসেন ইউনিসেফ ও স্বাস্থ্য মন্ত্রনালয়ের যৌথ প্রতিনিধি দল। এ সময় হাসপাতালে ইমার্জেন্সি শাখা, ডেলিভারি, ফার্মেসী, অপারেশন থিয়েটার, জিন এক্সপার্ট রুম, প্যাথলজি, এক্সরে, আল্ট্রাসনোগ্রাম, ইসিজি আন্তঃবভিাগ, বহিঃবিভাগ ও পরিস্কার পরিচ্ছন্নতাসহ সেবা প্রদানের কার্যক্রম পরিদর্শন করা হয়।
গত সোমবার পরির্দশনকালে উপস্থিত ছিলেন, স্বাস্থ্য মন্ত্রনালয়ের উপসচিব, পোগ্রাম ম্যানেজার, স্বাস্থ্য অর্থনীতি ইউনিট, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রনালয়ের কোয়ালিটি ইমপ্রুভমেন্ট সেক্রেটারীয়েট ডাক্তার মোঃ মোস্তাফিজুর রহমান, সহকারি পরিচালক স্বাস্থ্য অধিদপ্তর ঢাকা কোয়ালিটি ইমপ্রুভমেন্ট সেক্রেটারীয়েট ডাঃ ওমর খসরু, মেডিকেল অফিসার ও কোয়ালিটি ইমপ্রুভমেন্ট সেক্রেটারীয়েট ডাঃ প্রনব কুমার রায়, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রনালয়ের হিসাব রক্ষক ও কোয়ালিটি ইমপ্রুভমেন্ট সেক্রেটারীয়েট ডাঃ শেখ ফয়জুল্লাহ, কুমিল্লা জেলা ডেপুটি সিভিল সার্জন ডাঃ রেজা মোঃ সরওয়ার আকবর, সিভিল সার্জন অফিস মেডিকেল অফিসার ডাঃ আবদুল কাইয়ুম, ইউনেসেফ কুমিল্লা ম্যাটারনাল এন্ড চাইল্ড হেলথ কনসালটেন্ট ডাঃ বেনজির সুলতানা, মনোহরগঞ্জ আবাসিক মেডিকেল অফিসার ডাঃ শাহরিয়ার, কনসালটন্টে গাইনি ডাঃ জেবুন্নাহার লাভলী, এনেস্থেসিয়া কনসালটেন্ট ডাঃ তানভীর, মেডকেল কনসালটেন্ট ডাঃ সোলায়মানসহ র্কতব্যরত মেডিকেল অফিসারবৃন্দ। এসময় হাসপাতালের কার্যক্রম ও রোগীদের সেবার মানোন্নয়নে দিকনির্দেশনা ও পরার্মশ প্রদান করেন।