বুধবার, ১৯শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

কুমিল্লার মানুষের দু’টি দাবী নিয়ে  প্রধান উপদেষ্টার সাথে কথা বলব:  জামায়াতে ইসলামীর আমির

কুমিল্লার মানুষের দু’টি দাবী নিয়ে প্রধান উপদেষ্টার সাথে কথা বলব: জামায়াতে ইসলামীর আমির

৯৮ Views

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান কুমিল্লা নামে বিভাগ এবং পরিত্যক্ত বিমানবন্দরটি পুনরায় চালুর ব্যাপারে একমত পোষণ করেছেন। এ ব্যাপারে তিনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে কথা বলবেন বলে আশ্বাস দিয়েছেন।
শুক্রবার (৬ই ডিসেম্বর) কু‌মিল্লা টাউন হল মা‌ঠে অনুষ্ঠিত মহানগর জামায়াতের কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই সব ব‍্যাপারে কথা বলেন।
জামায়াত আমির বলেন, কুমিল্লাবাসীর দুটি প্রাণের দাবি রয়েছে। এর এক কুমিল্লা নামে বিভাগ করা আর দ্বিতীয়টি কুমিল্লা বিমানবন্দর পুনরায় চালু করা। আমি কুমিল্লার মানুষের এ দুটি দাবি নিয়ে মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয়ের সাথে সরাসরি কথা বলব।
ছাত্র-জনতার অভ্যুত্থানে পালিয়ে যাওয়া শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকাকালে কুমিল্লা নামে বিভাগ দেবেন বলে প্রকাশ্যে ঘোষণা দিয়েছিলেন। তার বাবার খুনি খন্দকার মোশতাকের বাড়ি কুমিল্লায় হওয়ায় তিনি এই নামে বিভাগ দিতে চান না বলে সাফ জানিয়ে দিয়েছিলেন।
সেই দিকে ইঙ্গিত করে ডা. শফিকুর রহমান শেখ হাসিনাকে উদ্দেশ্য করে বলেন, কোনো জেলার প্রতি বিদ্বেষ থাকলে ওই ব্যক্তির দেশের প্রধানমন্ত্রী হওয়ার যোগ্যতা থাকে না।
কুমিল্লা বিভাগ প্রসঙ্গে জামায়াত আমির বলেন, আপনারা বিভাগ পাইলেন না, এটা আপনাদের কপালের দোষ, কারণ আপনাদের জেলার নাম কুমিল্লা। কুমিল্লা জেলাটা কি আমাজন জঙ্গল থেকে এখানে এসে পড়েছে? এটা কি বাংলাদেশের অংশ নয়? মহান মুক্তিযুদ্ধে কুমিল্লার কি কোনো ভূমিকা নাই? যদি থাকে তাহলে কুমিল্লা নামে বিভাগ দিতে অসুবিধা কোথায়? কেন সেটা আটকে রেখেছিলেন? শেখ মুজিবুর রহমান সাহেব দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, তার সুকীর্তি অথবা অন্যকিছু সেটার মূল্যায়ন জনগণ করেছে, জনগণ করবে, করতে থাকুক। কিন্তু আপনি ওই জায়গার জের ধরে কুমিল্লা বিভাগ দেবেন না! একটা জেলাকে তার নাম ধরে অপমানিত করবেন, আপনি বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে পারেন না।
ডা. শফিকুর রহমান বলেন, এটা একটা জুলুম। একটা এলাকার লোকদের ওপর নিঃসন্দেহে একটি জুলুম। অনেকগুলো জুলুমের মধ্যে এটাও একটা জুলুম। আমরা বর্তমান সরকারকে অনুরোধ করব তার (কুমিল্লা বিভাগের) তো সবকিছুই রেডি আছে। আপনারা মেহেরবানি করে তাদের এই হকটাকে দিয়ে দেন।
এছাড়া, বিমানবন্দর প্রসঙ্গে তিনি বলেন, কুমিল্লা বিমানবন্দর একটি প্রাচীন বিমানবন্দর। এখানে বিশ্বযুদ্ধের সময় ঘাঁটি বসানো হয়েছিল। এরকম ঘাঁটি যেগুলো ছিল বিমানবন্দর হয়ে গেছে শুধু দুটি ছাড়া। একটা কুমিল্লা আরেকটা শমসেরনগর। শমসের নগর অতটা গুরুত্বপূর্ণ নয়, কারণ সিলেটে একটা বিমানবন্দর আছে। কিন্তু কুমিল্লা অনেকগুলো জেলাকে ক্রস করে। কুমিল্লা বিমানবন্দর খুবই যৌক্তিক দাবি। আমরা এ দাবিকে সমর্থন জানাই। প্রধান উপদেষ্টার নেতৃত্বে বর্তমান সরকারকে কুমিল্লা বিমানবন্দরটি অবিলম্বে চালু করার জন্য আমরা অনুরোধ জানাচ্ছি। Courtesy: dhakamail

Share This