শনিবার, ১৫ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

ভারত সীমান্তের অবশিষ্ট উন্মুক্ত  স্থানে কাঁটাতারের বেড়া দিচ্ছেন!

ভারত সীমান্তের অবশিষ্ট উন্মুক্ত স্থানে কাঁটাতারের বেড়া দিচ্ছেন!

৯৯ Views

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) সম্প্রতি বাংলাদেশ থেকে অনুপ্রবেশের আশঙ্কায় জিরো পয়েন্টে নজরদারি বাড়িয়েছেন।
বিএসএফ বাহিনীর পক্ষে দাবি করা হয়েছে যে, বাংলাদেশের সাম্প্রতিক অশান্তির আবহে অনুপ্রবেশ বাড়তে পারে। এমন আশঙ্কায় দেশটির কেন্দ্রীয় সরকারের নির্দেশে নজরদারি বৃদ্ধির পাশাপাশি উন্মুক্ত সীমান্তে কাঁটাতারে ঘিরে ফেলা হচ্ছে।
এ প্রসঙ্গে জানা যায় যে, পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি জেলার ফুলবাড়ি থেকে মেখলিগঞ্জ পর্যন্ত ২৯ কিলোমিটার সীমান্ত এলাকা জুড়ে দুইদিন ধরে কাঁটাতারের বেড়া নির্মাণ শুরু করেছে দেশটি। এর আগে ভোমরা সীমান্তের কাছে বসিরহাট সীমান্তে কাঁটাতারের বেড়া দিতে গিয়ে বিজিবির বাধার সম্মুখীন হয় বিএসএফ। তবে জলপাইগুড়িতে নির্বিঘ্নে চলছে নির্মাণ কাজ।
উক্ত জলপাইগুড়ি লোকসভার সংসদ সদস্য ডা. জয়ন্ত কুমার রায় জানান, কাঁটাতারের বেড়া বিহীন এলাকার মধ্যে কিছু অংশে নদী রয়েছে, সেই জায়গা বাদ দিয়ে বাকী এলাকায় বেড়া দেওয়ার বিষয়টি সংসদে উত্থাপন করেছিলাম। বর্তমানে কাজ শুরু করেছে সংশ্লিষ্ট দপ্তর। কাঁটাতারের বেড়া লাগানোর কাজটি সম্পন্ন হলে ভারতীয় সীমান্ত গ্রামগুলোতে বসবাসকারী নাগরিকদের নিরাপত্তা বাড়বে।
তিনি বলেন, বাংলাদেশের সংখ্যালঘুদের ওপর অসহনীয় অত্যাচার চলছে, বাংলাদেশের নতুন সরকারের কাছে দাবি করব দ্রুত ব্যবস্থা নিতে। আমরা কাঁধে কাঁধ মিলিয়ে স্বাধীনতার যুদ্ধ করেছি। স্বাধীনতার মানে স্বেচ্ছাচারিতা নয়; আমরা নিজেদের মধ্যে লড়াই করে টুকরো টুকরো হয়ে যাব এটা কাম্য নয়!
একইভাবে বিজেপির এই সংসদ সদস্য দাবি করেন যে, বাংলাদেশ গত কয়েক বছর যেভাবে উন্নতি করেছিল এবং সেই উন্নতির ফলে উপকৃত হয়েছে ভারতও। সূত্র: সমকাল

Share This