
লাকসামে মুফাসসির সম্মেলন অনুষ্ঠিত

বিলাল হোসাইন মালেকী॥ গত শনিবার বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিন লাকসাম উপজেলা, পৌরসভা ও মনোহরগঞ্জ উপজেলার উদ্যেগে অত্র অঞ্চলের সম্মানিত মুফাসসিরদের সম্মানে লাকসাম সুরক্ষা সিটির গ্রীন ক্যাসেলে এক মুফাসসির সম্মেলন অনুষ্ঠিত হয়। বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিন লাকসাম উপজেলার সভাপতি ও লাকসাম হাউজিং এস্টেট জামে মাসজিদের খতিব মাওলানা মো বিলাল হোসাইন মালেকীর সভাপতিত্বে অত্র সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিন কুমিল্লা জেলা দক্ষিণের মুহতারাম সভাপতি মুহাদ্দিস আবদুল হালিম। প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন, লাকসাম-মনোহরগঞ্জ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ড. সৈয়দ এ.কে.এম সরোয়ার উদ্দিন সিদ্দিকী। লাকসাম পৌরসভার সভাপতি মুহাদ্দিস মামুনুর রশিদের সঞ্চাচালনায় সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, যথাμমে উলামা ও আন্তধর্ম কুমিল্লা জেলা দক্ষিণের সভাপতি
মাওলানা আবদুল খালেক, বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিন কুমিল্লা জেলা দক্ষিণের সম্পাদক মাওলানা মোঃ হাবিবুর রহমান আল-ফরিদী, সহ-সম্পাদক মাওলানা ইকবাল হোসাইন ছালেহী, বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিন লাকসাম পৌরসভার উপদেষ্টা মোঃ জয়নাল আবেদীন পাটোয়ারী, বাংলাদেশ মাজলিসুল
মুফাসসিরিন লাকসাম উপজেলার উপদেষ্টা হাফেজ মাওলানা নুর মোহাম্মাদ জহিরুল ইসলাম, মাজলিসুল মুফাসসিরিন মনোহরগঞ্জ উপজেলার উপদেষ্টা হাফেজ মোঃ নুরুন্নবী, মাজলিসুল মুফাসসিরিন মনোহরগঞ্জ উপজেলার সভাপতিআ.জ.ম আবু সাঈদ আমিনী, দৌলতগঞ্জ গাজীমুড়া কামিল মাদরাসার অধ্যক্ষ ড. মাওলানা আবদুল হান্নান, উপাধ্যক্ষ ড. মাওলানা মো আমিনুল ইসলাম, ফুলগাও ফাযিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মোঃ ইয়াছিন মজুমদার, গোলবাজার জামে মাসজিদের খতিব ড. শায়েখ আবু সালেহ, সুরক্ষা সিটির ব্যবস্থাপনা পরিচালক মোঃ আসাদুজ্জামান ভুট্রো।
ড. সৈয়দ এ.কে.এম সরোয়ার উদ্দিন সিদ্দিকী কোরআনের ময়দানে দাঈদেরকে ইখলাসের সঙ্গে দ্বীন কায়েম ও প্রচারের স্বার্থে আলোচনা করা এবং কন্ট্রাক করার মত হীন কাজ না করার অনুরোধ করেন। পরিশেষে ডায়েরী বিতরণ ও দোয়া মুনাজাতের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়।