
খসড়া ভোটার তালিকা প্রকাশ ২রা জানুয়ারি

ষ্টাফ রিপোর্টার॥ আগামী ২রা জানুয়ারি খসড়া ভোটার তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন (ইসি)। খসড়া তালিকা প্রকাশের আগে জাতীয় পরিচয়পত্রে (এনআইডি) কারো তথ্যগত ভুল থাকলে তা জরুরি ভিত্তিতে সংশোধনের অনুরোধ জানানো হয়েছে।
ইসি সচিবালয়ের পরিচালক (জনসংযোগ) শরিফুল আলমের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই অনুরোধ জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ২রা জানুয়ারি খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে। যাদের জাতীয় পরিচয়পত্রে (এনআইডি) ভুল আছে, তাদের জরুরি ভিত্তিতে আগামী ২রা জানুয়ারির আগেই সংশ্লিষ্ট উপজেলা বা থানা নির্বাচন অফিসে গিয়ে ভুল সংশোধন করার জন্য অনুরোধ করা যাচ্ছে।
‘ভোটার তালিকা আইন ২০০৯’ অনুসারে কম্পিউটার ডাটাবেইসে সংরক্ষিত বিদ্যমান সব ভোটার তালিকা প্রতিবছর ২রা জানুয়ারি থেকে ২রা মার্চ পর্যন্ত নির্ধারিত পদ্ধতিতে হালনাগাদ করা হয়। ২রা মার্চ জাতীয় ভোটার দিবসে হালনাগাদ চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়।
গত ২রা ডিসেম্বর নির্বাচন কমিশনের সভা শেষে নির্বাচন কমিশনার ব্রি. জে. আবুল ফজল মো. সানাউল্লাহ (অব.) সাংবাদিকদের বলেন, ‘নিয়মতান্ত্রিকভাবেই নির্বাচন কমিশনের সংগ্রহে থাকা তথ্যের ভিত্তিতে আগামী ২রা জানুয়ারি থেকে ২রা মার্চের মধ্যে হালনাগাদ ভোটার তালিকার খসড়া ও চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে।
এবার নতুন ভোটার হিসেবে যুক্ত হওয়ার জন্য আমাদের কাছে ১৭ লাখ নাগরিকের তথ্য (তথ্য সংগ্রহের সময় ১৮ বছরের কম ছিল) সংগ্রহে রয়েছে। এসব নাগরিক আগামী ১লা জানুয়ারি ভোটার তালিকায় যুক্ত হবেন। এই ১৭ লাখ নাগরিকের মধ্যে ১৩ লাখের তথ্য নির্বাচন কমিশন ২০২২ সালে সংগ্রহ করেছিল। বাকি নাগরিকরা নিজেরা নিবন্ধিত হয়েছেন।
তিনি আরো বলেন, ‘পরিসংখ্যান অনুযায়ী ৪৫ লাখের মতো নাগরিকের নতুন ভোটার হিসেবে যুক্ত হওয়ার কথা। সেই হিসাবে ২৭-২৮ লাখ নাগরিক নিবন্ধিত হননি, কিন্তু তারা ভোটার হওয়ার যোগ্য। এ কারণে আমরা সিদ্ধান্ত নিয়েছি, এ বছরের হালনাগাদ ২রা জানুয়ারি থেকে ২রা মার্চের মধ্যে সম্পন্ন হওয়ার পর আমরা বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করব। বাদ পড়াসহ ২০২৬ সালে ভোটার হওয়ার উপযুক্ত হবেন বা ২০২৬ সালের ১লা জানুযারি যাদের বয়স ১৮ বছর পূর্ণ হবে, তাদের তথ্যও আমরা বাড়ি বাড়ি গিয়ে সংগ্রহ করব। একই সঙ্গে যেসব ভোটার মৃত্যুবরণ করেছেন, তাদের নাম ভোটার তালিকা থেকে কর্তন করার জন্য তথ্য নেয়া হবে।