বৃহস্পতিবার, ৩১শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

লাকসামে হেযবুত তওহীদের আলোচনা সভা

লাকসামে হেযবুত তওহীদের আলোচনা সভা
৫১৬ Views

ষ্টাফ রিপোর্টার ঃ গত শনিবার দুপুরে লাকসাম পৌরশহরের আগমন কমিউনিটি সেন্টারে হেযবুত তওহীদের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। “রাজনৈতিক অস্থিরতা ও বিদেশি শক্তির হস্তক্ষেপ থেকে জাতিকে নিরাপদ রাখতে আমাদের করনীয়” শীর্ষক আলোচনা সভায় হেযবুত তওহীদের কুমিল্লা জেলা সভাপতি সাইফুল ইসলাম সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন, হেজবুত তওহীদের চট্টগ্রাম বিভাগীয় সভাপতি মো. নিজাম উদ্দীন, নোয়াখালী জেলার সোনাইমুড়ি উপজেলার চাষিরহাট নুরুল হক উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক প্রকৌশলী মো. রাকিব আল হাসান, হেজবুত তওহীদের লাকসাম উপজেলা সভাপতি মো. সুজন আলী, লালমাই উপজেলা সভাপতি আবু রায়হান, হাফেজ মাও. জসিম উদ্দিন শাকিল, মো.ওমর ফারুক ।
আলোচনা সভায় বক্তারা দেশে রাজনৈতিক অস্থিরতা ও বিদেশি শক্তির হস্তক্ষেপ থেকে জাতিকে নিরাপদ রাখতে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান। বক্তারা বলেন, আমাদের দেশের রাজনৈতিক সমস্যা আমরা নিজেরাই সমাধান করতে পারি। বিদেশীরা আমাদের দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার ইস্যুতে হস্তক্ষেপ প্রয়োজন নেই। ইতিহাস সাক্ষি দেয়, বিদেশী মোড়লরা তাদের স্বার্থ হাসিলে অন্য দেশে হস্তক্ষেপ করে। এটা হেযবুত তওহীদ মেনে নিতে পারেনা। বিদেশীরা আমাদের দেশ নিয়ে এতো মাথা ঘামানোর কোন প্রয়োজন নেই। তাদের এই মোড়লগিরি থেকে আমাদের সতর্ক থাকতে হবে।

Share This