রবিবার, ২০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

মার্কিন দূতাবাসে ভিসাপ্রার্থীদের সাক্ষাৎকারের নতুন পদ্ধতি চালু

১৬৫ Views

ঢাকাস্থ মার্কিন দূতাবাস ভিসা আবেদনকারীদের আরও বেশি সাক্ষাৎকার গ্রহণের জন্য নতুন সময়সূচি নির্ধারণ পদ্ধতি চালু করেছে।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ১৫ই ডিসেম্বর থেকে এই পরিবর্তিত প্রক্রিয়াটি শুরু হয়েছে। তবে ২০২৫ সালের ২রা জানুয়ারি থেকে পূর্ণাঙ্গ সময়সূচির প্রক্রিয়াটি বাস্তবায়ন শুরু হবে।
ঢাকার মার্কিন দূতাবাস নতুন সময়সূচি প্রক্রিয়ার অধীনে নিম্নলিখিত গুরুত্বপূর্ণ পরিবর্তনগুলোর বিষয়ে জানিয়েছে:
অন-অভিবাসী ভিসার জন্য আবেদনকারী সাক্ষাৎকারের দিন একটি বৈধ ডিএস-১৬০ কনফার্মেশন (বারকোড) নম্বর না থাকলে তার তা বাতিল বলে গণ্য হবে, যা দূতাবাস তার সিস্টেমে পুনরুদ্ধার করতে সক্ষম এবং এটি তাদের ঘোষণার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।
এক্ষেত্রে, আবেদনকারীদের তাদের সাক্ষাৎকার পুনঃনির্ধারণ করতে হবে এবং একটি নতুন তারিখ পেতে কয়েক মাস অপেক্ষা করতে হতে পারে।
বৈধ ডিএস-১৬০ নিশ্চিতকরণ (বারকোড) নম্বরটি অবশ্যই আবেদনকারীর অনলাইন প্রোফাইলে দৃশ্যমান হতে হবে।
ভিসা সাক্ষাৎকারের এক সপ্তাহ আগে (৭ ক্যালেন্ডার দিন) অনলাইন প্রোফাইল/ডিএস-১৬০ পরিবর্তন হলে নির্ধারিত সাক্ষাৎকারটি বাতিল হয়ে যাবে। Courtesy: bangla.dhakatribune

Share This