
লাকসাম প্রেসক্লাবের উদ্যোগে রেলওয়ে জংশনে ছিন্নমুল অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ

ষ্টাফ রিপোর্টার\ লাকসাম প্রেস ক্লাবের উদ্যোগে মধ্যরাতে রেলস্টেশনের ছিন্নমুল মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে। গত বুধবার (১লা জানুয়ারি) দিবাগত গভীর রাতে রেলস্টেশনে থাকা বিপুল সংখ্যক সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে এ কম্বল বিতরণ করা হয়। হঠাৎ এ এলাকায় শীতের তীব্রতা বাড়তে থাকায় শীতার্ত মানুষের জন্য লাকসাম প্রেস ক্লাবের সৌজন্যে এমন উদ্যোগে নেয়া হয়। কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা জজকোর্টের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি ও বিশিষ্ট সাংবাদিক অ্যাডভোকেট বদিউল আলম সুজন। এ সময় লাকসাম প্রেস ক্লাবের আহবায়ক মনির আহমেদ, যুগ্ম আহবায়ক আরিফুর রহমান স্বপন, সদস্য সচিব ফারুক আল শারাহ, আহবায়ক কমিটির সদস্য চন্দন সাহা, সদস্য শাহ নুরুল আলম, এম.এ জলিল, মোজাম্মেল হক আলম, হামিদুল ইসলাম, দেলোয়ার হোসেন, আবদুল মালেক হিরণ, গোলাম মাহবুব সোবহানী রুবেল, দেলোয়ার হোসেন প্রমূখ উপস্থিত ছিলেন।
কম্বল পেয়ে আবুল কালাম নামের এক বৃদ্ধ বলেন, আমার বাড়ি হাতিয়া। নদী ভাঙনে বাড়ি চলে গেছে। কয়েক বছর থেকে লাকসাম এলাকায় দিনে এদিক-ওদিক থাকি, আর রাতে স্টেশনে ঘুমাই। তীব্র শীতে খুব কষ্ট পাচ্ছি। আজ থেকে লাকসাম প্রেস ক্লাবের কম্বল গায়ে জড়িয়ে ঘুমাতে পারবো। শীতে কিছুটা হলেও স্বস্তি পাবো।
রহিমা বেগম নামের এক ভিক্ষুক বলেন, কাপড় গায়ে দিয়ে ঘুমাইসি। কিন্তু শীত সহ্য করতে পারছিলাম না। আমাকে গায়ে কম্বল জড়িয়ে দিসে প্রেস ক্লাব। এখন থেকে কম্বল গায়ে দিয়ে ঘুমাতে পারমু। তিনি এমন উদ্যোগের জন্য লাকসাম প্রেস ক্লাবকে ধন্যবাদ জানান।
কুমিল্লা জজকোর্টের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি ও বিশিষ্ট সাংবাদিক অ্যাডভোকেট বদিউল আলম সুজন বলেন, শীতার্ত ছিন্নমুল মানুষের কথা বিবেচনায় নিয়ে লাকসাম প্রেস ক্লাবের কম্বল বিতরণের উদ্যোগ প্রশংসনীয়। কম্বল বিতরণ কার্যক্রমে উপস্থিত থাকতে পেরে খুবই ভালো লাগছে। ভবিষ্যতেও মানবিক কর্মকাÐ লাকসাম প্রেস ক্লাব সুবিধাবঞ্চিত মানুষের থাকবে বলে আমি প্রত্যাশা করি। তিনি সমাজের বিত্তবানদের শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর অনুরোধ জানান।