বুধবার, ৩০শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

নাঙ্গলকোটে গাঁজাসহ রোহিঙ্গা আটক

নাঙ্গলকোটে গাঁজাসহ রোহিঙ্গা আটক
৪৬৪ Views

            ষ্টাফ রিপোর্টার\ কুমিল্লার নাঙ্গলকোটে ৫ কেজি গাঁজাসহ মো. জলিল (২৭) নামে এক রোহিঙ্গাকে আটক করা হয়েছে। গতকাল মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) সকালে উপজেলার বাঙ্গড্ডা-লাকসাম সড়কের পেরিয়া ইউনিয়নের মূন্সীর কলমিয়া গোলাপের চা দোকানের সামনে থেকে তাকে আটক করা হয়।

আটক রোহিঙ্গা কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার জাদিমুড়া শরণার্থী ক্যাম্পের পিং সিদ্দিকের ছেলে।

নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবাশীষ চৌধুরী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে জলিলকে আটক করা হয়। এ সময় তার হাতে থাকা একটি ব্যাগে তল্লাশি চালিয়ে ৫ কেজি গাঁজা জব্দ করা হয়। তিনি একজন রোহিঙ্গা নাগরীক। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

Share This