মঙ্গলবার, ১৯শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ

কুমিল্লায় অবৈধ কাঠ পাচারকালে ৩টি কাভার্ডভ্যান জব্দ

কুমিল্লায় অবৈধ কাঠ পাচারকালে ৩টি কাভার্ডভ্যান জব্দ
১৩৫ Views

            ষ্টাফ রিপোর্টার\ কুমিল্লায় বন বিভাগের অভিযানে অবৈধ কাঠ পাচারকালে তিনটি কাভার্ডভ্যান জব্দ করা হয়েছে। তবে এসব ট্রাকের চালকেরা পালিয়ে গেছে বলে জানিয়েছে বন বিভাগ। কুমিল্লা সামাজিক বন বিভাগের সুয়াগাজী ফরেস্ট চেক স্টেশনের স্টেশন কর্মকর্তা মোঃ হুমায়ুন কবির জানান, অভিযানে আটক করা কাঠের মূল্য আনুমানিক ১০ লাখ টাকা। এসব ট্রাকে পরিবহন করা সেগুন ও গোল কাঠ চট্টগ্রাম অঞ্চল থেকে শুল্ক ফাঁকি দিয়ে ঢাকায় নেয়া হচ্ছিলো। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অভিযান পরিচালনা করে এসব ট্রাক কাঠসহ আটক করা হয়।

            স্টেশন কর্মকর্তা হুমায়ুন কবির আরো জানান, বন বিভাগ ও প্রশাসনের চোখ ফাঁকি দিতে কাভার্ডভ্যানে এসব কাঠ পাচার করা হচ্ছিলো। চট্টগ্রাম বিভাগীয় বন কর্মকর্তা জি এম মোহাম্মদ কবিরের নির্দেশনায় গোপন সংবাদের ভিত্তিতে কাভার্ডভ্যানগুলোতে তল্লাশি চালিয়ে এসব কাঠ আটক করা হয়। বন বিভাগের কর্মকর্তাদের উপস্থিতি টের পেয়ে ট্রাক ফেলে চালক ও অন্যান্যরা পালিয়ে যেতে সম হয়। অবৈধ কাঠ পরিবাহী কার্গো ট্রাক ঢাকা মেট্রো- ট- ১১-৭৬৬১, ঢাকা মেট্রো- ড – ১২- ৫৫৫৪ এবং ঢাকা মেট্রো ন ১২-৬৭৬৬ যানবাহনগুলো আটক করে কুমিল্লা বিভাগীয় বন কর্মকর্তার কার্যালয়ে রাখা হয়েছে। এ ব্যাপারে আইনী ব্যবস্থা হাতে নেয়া হচ্ছে।

            বন বিভাগ সূত্রে জানা গেছে, পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন এলাকা থেকে এসব মূল্যবান কাঠ শুল্কবিহীনভাবে ঢাকায় পাচারের জন্য কাভার্ডভ্যান ব্যবহার করা হয়। সাধারণত এসব কাঠ চোরাই কাঠ হিসেবে পরিচিত।

Share This

COMMENTS