মঙ্গলবার, ১লা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

মরহুম আলী নোয়াব মেম্বার ফাউন্ডেশনের উদ্যোগে শিশুদের মধ্যে শিক্ষা সামগ্রী ও উপহার বিতরণ

মরহুম আলী নোয়াব মেম্বার ফাউন্ডেশনের উদ্যোগে  শিশুদের মধ্যে শিক্ষা সামগ্রী ও উপহার বিতরণ
১১৪ Views

            নিজস্ব প্রতিনিধি\ কুমিল্লার লাকসামে মরহুম আলী নোয়াব মেম্বার ফাউন্ডেশনের উদ্যোগে শিশুদের মধ্যে শিক্ষা সামগ্রী ও উপহার বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন, কুমিল্লা জজ কোটের নারী ও শিশু অপরাধ দমন ট্রাইব্যুনাল-১, এর পিপি এডভোকেট বদিউল আলম সুজন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লাকসাম প্রেস ক্লাবের আহবায়ক মনির আহমেদ, বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল কাদের, পরতি এন্টারপ্রাইজের কর্ণধার লোকমান হোসেন এবং পর্তুগাল প্রবাসী ক্রিকেটার আহম্মদ উল্লাহ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, আলী নোয়াব এন্ড সন্স ও মাহির সীডের পরিচালক মোহাম্মদ উল্লাহ।

            মরহুম আলী নোয়াব মেম্বার পরিবারের সদস্যরা জানান, ভবিষ্যতেও এ ধরনের মানবিক কর্মকান্ড অব্যাহত থাকবে। এই আয়োজনের মাধ্যমে সুবিধাবঞ্চিত শিশুরা পেয়েছে শিক্ষা সামগ্রী ও উপহার, যা তাদের শিক্ষার প্রতি আগ্রহী করে তুলবে। মানবতার এই উদ্যোগ সমাজে ইতিবাচক পরিবর্তন আনবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন অতিথিরা।

Share This

COMMENTS