মঙ্গলবার, ১লা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

লাকসাম জংশন বাজার ব্যবসায়ী ও মালিক সমিতির নির্বাচনে মোস্তফা কামাল সভাপতি, বিল্লাল সাধারণ সম্পাদক নির্বাচিত

লাকসাম জংশন বাজার ব্যবসায়ী ও মালিক সমিতির নির্বাচনে  মোস্তফা কামাল সভাপতি, বিল্লাল সাধারণ সম্পাদক নির্বাচিত
১৬৯ Views

      

   নাসির উদ্দিন চৌধুরী\ ঐতিহ্যবাহী লাকসাম রেলওয়ে জংশন বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচন গত শনিবার (১লা ফেব্রæয়ারি) অনুষ্ঠিত হয়েছে। ওইদিন সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত নির্বাচনে সভাপতি পদে আলহাজ্ব মোস্তফা কামাল ১৮৫ ভোট ও সাধারণ সম্পাদক পদে বিল্লাল হোসেন ৯৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

            নির্বাচনে ১১টি পদের বিপরীতে প্রার্থী হয়েছেন ৩৩ জন। তম্মধ্যে আইন বিষয়ক সম্পাদক পদে এডভোকেট মিজানুর রহমান বিনা প্রতিদ্ব›িদ্বতায় নির্বাচিত হয়েছেন। বাকি ১০টি পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে মোট ৩৬৬ জন ভোটারের মধ্যে ৩৫৬ জন ভোট প্রদান করেছেন।

            দীর্ঘ বছর পর এখানে ব্যবসায়ী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় ব্যবসায়ী ও সাধারন মানুষের মধ্যে ব্যাপক উৎসবের আমেজ বিরাজ করে। নির্বাচনে ১০টি পদের মধ্যে সভাপতি পদে ৩ জন প্রার্থী ছিলেন, আলহাজ্ব মোস্তফা কামাল, মো. নুরুন্নবী, হানিফ মজুমদার। সহ-সভাপতি পদে নেয়ামত উল্ল্যাহ বিজয়ী হয়েছেন। বাকি ২ জন প্রার্থী ছিলেন, আবদুল ওয়াদুদ, মফিজুর রহমান। সাধারণ সম্পাদক পদে ৫ জন প্রার্থীর মধ্যে বিল্লাল হোসেন নির্বাচিত হয়েছেন। বাকী ৪ জন প্রার্থী ছিলেন, আবুল হাসেম মিলন, আনোয়ার হোসেন, জাবেদ মিয়া, আবুল হাসেম। সহ-সাধারণ সম্পাদক পদে ২ জন প্রার্থীর মধ্যে আবদুল মালেক নির্বাচিত হয়েছেন। এ পদে অপর প্রার্থী ছিলেন, এমদাদুল হক এনাম। সাংগঠনিক সম্পাদক পদে ৩ জন প্রার্থীর মধ্যে আবুল হাসেম নির্বাচিত হয়েছেন। এ পদে বাকী ২ জন হলেন এমরান হোসেন, রাকিবুল ইসলাম। দপ্তর সম্পাদক পদে ৩ জন প্রার্থীর মধ্যে মাহবুব রাব্বানী দিদার বিজয়ী হয়েছেন। এ পদে বাকী ২ জন হলেন- ওমর ফারুক ও জাহিদ হোসেন রিপন। প্রচার সম্পাদক পদে ৩ জন প্রার্থীর মধ্যে আবু তাহের নির্বাচিত হয়েছেন। এ পদে বাকী ২ জন হলেন- মীর হোসেন, আবদুল খালেক পরান। ক্রীড়া সম্পাদক পদে ৪ জন প্রার্থীর মধ্যে মঞ্জুর ইসলাম বিজয়ী হয়েছেন। বাকী ৩ জন হলেন- তোফায়েল আহমেদ, ফজলুল হক, আনোয়ার হোসেন। কোষাধ্যক্ষ পদে ৩ জন প্রার্থীর মধ্যে দেলোয়ার হোসেন নির্বাচিত হয়েছেন। এ পদে বাকী ২ জন হলেন- আল আমিন ও সাহাব উদ্দিন। ধর্ম বিষয়ক সম্পাদক পদে ৩ জন প্রার্থীর মধ্যে নজরুল ইসলাম বিজয়ী হয়েছেন। এ পদে বাকী ২ জন প্রতিদ্ব›িদ্ব হলেন- রবিউল হোসেন ও আবুল কালাম শামীম।

            নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে ছিলেন, লাকসাম বাজার ব্যবসায়ী সমিতির আহ্বায়ক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মজির আহম্মদ এবং সহকারী হিসেবে ছিলেন, রেলওয়ে জংশন বাজারের ব্যবসায়ী মো. আবুল কাশেম, মাষ্টার হাবিবুল ইসলাম, আবদুস সাত্তার, মাষ্টার মাহবুব এবং আবুল হোসেন।

Share This