চৌদ্দগ্রামে অবৈধ ইটভাটাকে ২ লাখ টাকা জরিমানা

৬১ Views
নিজস্ব প্রতিনিধি\ চৌদ্দগ্রামে ভ্রাম্যমান আদালতে ‘স্বদেশ ব্রিকস’ নামে একটি অবৈধ ইটভাটাকে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। গত সোমবার (১০ই ফেব্রæয়ারি) বিকালে চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রহমত উলাহ’র নির্দেশে উপজেলার মুন্সীরহাট ইউনিয়নের ফেলনায় অবস্থিত স্বদেশ ব্রিকস ফিল্ডে এ অভিযান পরিচালনা করেন চৌদ্দগ্রাম উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকিয়া সরওয়ার লিমা।
অভিযানে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) (সংশোধন) আইন, ২০১৯ লঙ্ঘন করে লাইসেন্সবিহীন অবৈধভাবে ইটভাটা পরিচালনার দায়ে ব্রিকস ফিল্ড কর্তৃপক্ষকে ২ লাখ টাকা জরিমানা করা হয়। অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে উপজেলা প্রশাসন জানান।