সোমবার, ২১শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

মনোহরগঞ্জে মোবাইল কোর্টে দু’টি ইটভাটা বন্ধ ও সিলগালা

৯৫ Views

            নিজস্ব প্রতিনিধি\ কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশনা ও তত্ত¡াবধানে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাসরিন আক্তারের নেতৃত্বে উপজেলার হাসনাবাদ ও লক্ষণপুর ইউনিয়নে দু’টি ইটভাটায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। গত শনিবার (৮ই ফেব্রæয়ারি) সকালে এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় পরিবেশের ছাড়পত্র ও লাইসেন্স ব্যতিরেকে ইটভাটা কার্যক্রম পরিচালনা করায় মিজি ব্রিকস ও যমুনা ব্রিকসের চুল্লী বন্ধ করে দেয়া হয় ও লাল কাপড় টাঙিয়ে ইটভাটার কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়। বিষয়টি নিশ্চিত করেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ মাজিস্ট্রেট নাসরিন।

            মোবাইল কোর্ট পরিচালনাকালে মনোহরগঞ্জ থানা পুলিশের একটি টীম ও মনোহরগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ইউনিট সহযোগিতা করেন। সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ মাজিস্ট্রেট নাসরিন আরো বলেন, জনস্বার্থে এ ধরনের কার্যক্রম পরিচালনা অব্যাহত থাকবে।

Share This