রবিবার, ২০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

ভাষা শহীদ লও সালাম

১০৬ Views

            ষ্টাফ রিপোর্টার\ ভাষা আন্দোলনের কারণে ফেব্রæয়ারি মাস বাংলাদেশিদের জীবনে বিশেষ মাস হিসেবে চিহ্নিত। ১৯৫২ সালে এ মাসটিতে বাংলা ভাষার জন্য ত্যাগের যে উদাহরণ সৃষ্টি হয়েছিল, তা নজিরবিহীন। ১৯৫২ সালের ৪ঠা ফেব্রæয়ারি ঢাকাজুড়ে প্রতিবাদ মিছিলে আন্দোলনের যে গতি সঞ্চার করে তারই রেশ ধরে ৫ই ফেব্রæয়ারি ছিল ছাত্রদের জন্য প্রচন্ড ব্যস্ততার দিন। আহুত একুশে ফেব্রæয়ারির হরতাল সফল করতে ব্যস্ততা বেড়ে যায় ছাত্র নেতাদের। আন্দোলন কর্মসূচি সফল করতে চলে ব্যাপক জনসংযোগ ও অর্থ সংগ্রহের কর্মকান্ড। এরই অংশ হিসেবে ১১ ও ১৩ই ফেব্রæয়ারি ঢাকায় পতাকা দিবস পালনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

            মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর সভাপতিত্বে তার মোঘলটুলির বাসভবনে পূর্ববঙ্গ কর্মশিবির অফিসে ৬ই ফেব্রæয়ারি সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদের সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় একুশে ফেব্রæয়ারি হরতালের পাশাপাশি রাষ্ট্রভাষা দিবস পালনেরও সিদ্ধান্ত গ্রহণ করা হয়। একইসাথে ১১ ও ১৩ই ফেব্রæয়ারি পতাকা দিবস পালনের সিদ্ধান্ত নেয় আন্দোলনকারীরা। তবে ১২ই ফেব্রæয়ারি কোন কর্মসূচি না থাকলেও টানা তিনদিন ধরেই চলে এ কর্মসূচি।

Share This