বুধবার, ২রা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

মনোহরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভ্যাকসিন সংকটে দুর্ভোগে শিশুরা

মনোহরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভ্যাকসিন সংকটে দুর্ভোগে শিশুরা

৬০ Views

            নিজস্ব প্রতিনিধি\ কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শিশুদের ভ্যাকসিন সংকট দেখা দিয়েছে। কাঙ্খিত ভ্যাকসিন না পেয়ে শিশুদের নিয়ে বাড়ি ফিরছেন অভিভাবকরা। স্বাস্থ্য কমপ্লেক্সটিতে সেবা নিতে এসে ভুক্তভোগীদের অনেকেই এমন অভিযোগ জানিয়েছেন।

            গত রোববার (১৬ই ফেব্রæয়ারি) সকালে উপজেলার লৎসর গ্রামের বাসিন্দা জসিম উদ্দিন তার ৩ মাস বয়সী শিশুকে ভ্যাকসিন দিতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসলে স্বাস্থ্যকর্মীরা ভ্যাকসিন শেষ হয়ে যাওয়ার কথা জানান। গত সপ্তাহে (বৃহস্পতিবার) এসেও এখানে ভ্যাকসিন পাননি বলে অভিযোগ করেছেন তিনি। ভ্যাকসিন দিতে না পেরে হতাশা প্রকাশ করে ভুক্তভোগী এ সেবাপ্রার্থী অবশেষে শিশুটিকে ভ্যাকসিন না দিয়েই বাড়ি ফেরেন।

            খোঁজ নিয়ে জানা গেছে, স্বাস্থ্য কমপ্লেক্সটিতে নেই পেন্টা, পিসিবি, আইপিভি ও ওপিভি ভ্যাকসিন। উপজেলার উপস্বাস্থ্য কেন্দ্রেগুলোরও একই অবস্থা। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও উপস্বাস্থ্যকেন্দ্রের অধিনে পরিচালিত ২শ ৬৪টি টিকাকেন্দ্রেও এ সংকট দেখা দিয়েছে। টিকাকার্ডে উল্লেখিত সময়ে ভ্যাকসিন দিতে না পারায় হতাশ হয়ে পড়ছেন অভিভাবকরা। কবে এসব ভ্যাকসিন পাওয়া যাবে এ নিয়ে উৎকণ্ঠা তৈরি হয়েছে স্থানীয়দের মাঝে।

            এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আফজালুর রহমান বলেন, গত কয়েকমাস ধরে স্বাস্থ্য কমপ্লেক্সটিতে পেন্টা, পিসিবি, আইপিভি ও ওপিভি ভ্যাকসিনের ঘাটতি রয়েছে। চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় শিশুদের ভ্যাকসিন সেবা প্রদানে সাময়িকভাবে এমন অসুবিধায় পড়তে হচ্ছে। পর্যাপ্ত ভ্যাকসিন সরবরাহ চেয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করার কথা জানান তিনি।

            এ বিষয়ে জেলার ডেপুটি সিভিল সার্জন ডা. রেজা মো. সারোয়ার আকবর বলেন, গত ৩-৪ মাস ধরেই এসব ভ্যাকসিনের সংকট রয়েছে। ভ্যাকসিন প্রাপ্তি সাপেক্ষে মনোহরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সরবরাহ করা হবে।

Share This

COMMENTS