সোমবার, ১০ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের ১ হাজার টাকা বাড়ি ভাড়া  দিয়ে বস্তিতেও থাকা সম্ভব নয় -অধ্যক্ষ ছানা উল্লাহ বশারী

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের ১ হাজার টাকা বাড়ি ভাড়া দিয়ে বস্তিতেও থাকা সম্ভব নয় -অধ্যক্ষ ছানা উল্লাহ বশারী

২৩ Views

            আবুল কালাম আজাদ\ জাতীয়করণের দাবীতে কেন্দ্র ঘোষিত শিক্ষক-কর্মচারীদের বেসরকারি সব শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মবিরতির সাথে একাত্মতা পোষণ করে কর্মসূচি পালন করেছেন মনোহরগঞ্জ উপজেলার লক্ষণপুর ইসলামিয়া ফাযিল মাদরাসার শিক্ষক ও কর্মচারীগন। গত বৃহস্পতিবার (২০শে ফেব্রæয়ারী) সকাল ১০টা থেকে কর্মবিরতী পালন করছেন তারা।

            এসময় বক্তব্য রাখেন, লক্ষণপুর ইসলামিয়া ফাযিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মো. ছানা উল্লাহ বশারী। তিনি বলেন, জাতীয়করণের দাবীতে আজ সারাদেশের এমপিওভুক্ত বেসরকারি স্কুল, কলেজ, মাদরাসা এবং কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মবিরতি চলছে। তারই ধারাবাহিকতায় আমাদের এ কর্মসূচি পালিত হচ্ছে।  দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের এ কর্মসূচি চলবে। তিনি বলেন, এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের মাসিক বাড়ী ভাড়া ১ হাজার টাকা পাচ্ছেন, যা দিয়ে বর্তমানে তারা (শিক্ষক-কর্মচারীরা) বস্তিতেও থাকা সম্ভব নয়। মেডিকেল ভাতা ৫শ টাকা, যা দিয়ে একজন ডাক্তার দেখানোও সম্ভব নয়। এছাড়াও ঈদ বোনাস ২৫ শতাংশ, উৎসব ভাতা ২০ শতাংশ। বিষয়গুলো আমাদের উর্ধ্বতন সকল কর্তৃপক্ষ ও কর্মকর্তাগণ অবগত থাকেলেও অদৃশ্য কারনে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের যৌক্তিক দাবীগুলো পূরণ হচ্ছে না।

            জানা গেছে, গত বুধবার (১৯শে ফেব্রæয়ারি) বিকেলে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণপ্রত্যাশী জোটের সদস্যসচিব অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজী এ কর্মসূচির ঘোষণা দেন। লক্ষণপুর ইসলামিয়া ফাযিল মাদরাসার ভারপ্রাপ্ত উপাধ্যক্ষ (সহকারী অধ্যাপক) সাঈদুর রহমান বলেন, সরকারি নিয়মে বাড়িভাড়া, মেডিক্যাল ভাতা, শতভাগ উৎসব ভাতা ও এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণের প্রজ্ঞাপন জারি করতে হবে। প্রজ্ঞাপন ছাড়া ঘরে ফিরবেন না তারা।

            সহকারী অধ্যাপক (আরবী) মাওলানা ইকবাল হোসাইন বলেন, বেসরকারি এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের দাবিতে আট দিন ধরে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন শিক্ষকরা। কিন্তু কর্তৃপক্ষ কেন বিষয়টিকে নজরে ও আমলে নিচ্ছেন না, তা আমাদের বোধগম্য নয়।

            এসময় উপস্থিত ছিলেন, লক্ষণপুর ইসলামিয়া ফাযিল মাদরাসার সকল শিক্ষক ও কর্মচারীগণ।

Share This

COMMENTS