রমজান মাসে নতুন অফিস সময় সূচী

ষ্টাফ রিপোর্টার\ পবিত্র রমজান, ঈদুল ফিতরসহ কয়েকটি ছুটি মিলিয়ে ৪০ দিনের ছুটিতে যাচ্ছে দেশের প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়গুলো। এ ছাড়া আগামী ১০ই এপ্রিল থেকে শুরু হচ্ছে এসএসসি ও সমমানের পরীক্ষা। ফলে যেসব শিক্ষাপ্রতিষ্ঠানে পরীক্ষা কেন্দ্র থাকবে তারা আরো লম্বা ছুটিতে থাকবে।
মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষাপঞ্জি অনুসারে, রমজান মাস, শুভ দোলযাত্রা, স্বাধীনতা দিবস, জুমাতুল বিদা, শবেকদর ও ঈদুল ফিতরের ছুটি ২রা মার্চ থেকে শুরু হবে, শেষ হবে ৮ই এপ্রিল। এর আগে ২৮শে ফেব্রæয়ারি ও ১লা মার্চ যথাক্রমে শুক্র ও শনিবার। সে হিসাবে এক টানা বন্ধ থাকবে ৪০ দিন।
প্রাথমিক বিদ্যালয়ের ছুটির তালিকায় দেখা যায়, তাদের ছুটি শুরু হবে ২৬শে ফেব্রæয়ারি থেকে। আর বিদ্যালয় খুলবে ৬ই এপ্রিল। ফলে তাদেরও ছুটি থাকবে ৪০ দিন।
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা (মাউশি) অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক মুহাম্মদ আজাদ খান বলেন, ‘শিক্ষাপঞ্জি অনুসারে আগামী ২রা মার্চ থেকে ছুটি শুরু হওয়ার কথা। তবে একটি অভিভাবক সংগঠন থেকে ছুটি কমানোর আবেদন এসেছে। তবে রোজার মধ্যে শিক্ষার্থীদের মানবিক দিকটাও বিবেচনা করতে হবে। আমরা এ ব্যাপারে মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলব।’
এদিকে ২০ রমজান পর্যন্ত দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের শ্রেণি কার্যক্রম চালু রাখার দাবি জানিয়েছে অভিভাবক ঐক্য ফোরাম। তারা মাউশি অধিদপ্তরে এ ব্যাপারে স্মারকলিপিও দিয়েছে।
সংগঠনটির সভাপতি জিয়াউল কবির দুলু বলেন, ‘শিক্ষার্থীদের হাতে এখনো সব বই পৌঁছায়নি। ফলে গত দুই মাসে সেভাবে পড়াশোনা হয়নি। এর মধ্যে রমজান, ঈদুল ফিতরের ৪০ দিনের ছুটি। তাই আমরা দাবি জানিয়েছি, এই লম্বা ছুটিতে সরাসরি সম্ভব না হলেও অনলাইনে যেন ক্লাস হয়।’