সোমবার, ১০ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

দৌলতগঞ্জ গাজীমুড়া কামিল মাদরাসার উদ্যোগে  মাদরাসা শিক্ষার মান উন্নয়নে মতবিনিময় সভা

দৌলতগঞ্জ গাজীমুড়া কামিল মাদরাসার উদ্যোগে মাদরাসা শিক্ষার মান উন্নয়নে মতবিনিময় সভা

৯৪ Views

     ষ্টাফ রিপোর্টার\ লাকসাম দৌলতগঞ্জ গাজীমুড়া কামিল মাদরাসার উদ্যোগে ‘মাদরাসা শিক্ষার মান উন্নয়নে আমাদের করনীয়’ বিষয়ে এক মতবিনিময় সভা গত মঙ্গলবার (২৫শে ফেব্রæয়ারি) মাদরাসার হল রুমে অনুষ্ঠিত হয়। মাদরাসা অধ্যক্ষ মাওলানা মোঃ আবদুল হান্নানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. মোঃ শামছুল আলম।

     বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি প্রফেসর ড. মোহাম্মদ শহীদুল ইসলাম, লাকসাম উপজেলা নির্বাহী অফিসার কাউছার হামিদ, কুমিল্লা জেলা জজকোটের নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালের পিপি এডভোকেট বদিউল আলম সুজন, গাজীমুড়া সমাজ কল্যান পরিষদের সভাপতি তরুন রাজনৈতিক রাফসানুল ইসলাম, অধ্যাপক ড. হাফিজ মুজতাবা রিজা আহমাদ, অধ্যক্ষ শফিকুল আলম হেলাল, সাবেক অধ্যক্ষ মাওলানা তাজুল ইসলাম, অধ্যক্ষ আবদুল মতিন, সাবেক অধ্যক্ষ শাহ মুহাম্মদ মহিউদ্দিন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রভাষক নাজমুল হাসান শরীফ। প্রধান অতিথি ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের ভিসি মাদরাসা শিক্ষার উন্নয়নে দিক নির্দেশনামুলক বক্তব্য রাখেন।

     গাজিমুড়া কামিল মাদরাসার প্রধান মুহাদ্দিস মোহাম্মদ আবদুল হালিমের সঞ্চালনায় ঐতিহাসিক এ মতবিনিময় সভায় কুমিল্লা জেলার সকল কামিল ও ফাযিল মাদরাসার অধ্যক্ষগন উপস্থিত ছিলেন।

Share This