
শাহরাস্তিতে প্রবাসীর বাড়ির ছাদ থেকে যুবকের গলা কাটা লাশ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি\ চাঁদপুরের শাহরাস্তিতে প্রবাসীর বাড়ির ছাদে আলমগীর হোসেন (৩৮) নামে এক যুবককে ছুরিকাঘাত ও গলা কেটে হত্যার ঘটনা ঘটেছে। হত্যার শিকার আলমগীর উপজেলার চিতোষি পূর্ব ইউনিয়নের মনিপুর গ্রামের মৃত শহিদুল্লার ছেলে। তার গলায় ও শরীরের বিভিন্ন অংশে বেশ কয়েকটি ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে।
জানা যায়, গত সোমবার রাত ৮টায় উপজেলার চিতোষি পূর্ব ইউনিয়নের মনিপুর গ্রামের প্রবাসী আবুল হোসেনের (মনিক) বাড়িতে এ ঘটনা ঘটে।
প্রবাসীর স্ত্রী খোদেজা বেগম জানান, রাত আনুমানিক ৮টায় তার চাচাতো দেবর নজরুল ইসলাম শিপন এসে জানায় আপনাদের বাড়ির ছাদে কিসের যেন জাপ্টাজাপ্টির আওয়াজ শোনা যায়, তখন তারা দৌঁড়ে ছাদে গিয়ে আলমগীরকে রক্তাক্ত অবস্থায় মৃত্যু যন্ত্রণায় ছটফট করতে দেখেন। তবে সেখানে তারা অন্যকাউকে দেখেনি।
শিপন জানায়, বাড়ির সামনের রাস্তার পশ্চিম পাশের দোকানের সামনে থেকে ওই বাড়ির ছাদে কেমন যেন আওয়াজ শুনে দৌড়ে এসে ভাবিকে ডাকি। ভাবি তখন শুয়ে ছিলেন। দরজা খুলে দিলে আমি ছাদের আওয়াজের কথা ভাবিকে জানাই। চোর ভেবে আমরা দু’জনেই সিঁড়ি দিয়ে দৌড়ে ছাদে গিয়ে আলমগীরকে কাতরাতে দেখি। আমাদের ডাক চিৎকারে স্থানীয়রা ছুটে আসেন।
চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. লুৎফর রহমান, পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিআইবি) চাঁদপুরের অতিরিক্ত ডিআইজি এস এম মোস্তাইন হোসেন, সহকারী পুলিশ সুপার (কচুয়া সার্কেল) রিজওয়ান সাঈদ জিকু ঘটনাস্থল পরিদর্শন করেন।
শাহরাস্তি মডেল থানার পরিদর্শক (ওসি) আবুল বাসার জানান, ঘটনাস্থল থেকে একটি ধারালো ছুরি উদ্ধার করা হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য প্রবাসীর মেঝ মেয়ে সনিয়া ও স্ত্রী খোদেজা বেগমকে থানায় নিয়ে আসা হয়েছে। এ বিষয়ে তদন্ত চলছে।