বৃহস্পতিবার, ২০শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

কুমিল্লা সীমান্তে সোয়া কোটি টাকার ভারতীয় অবৈধ বাজি জব্দ

কুমিল্লা সীমান্তে সোয়া কোটি টাকার ভারতীয় অবৈধ বাজি জব্দ

Views

            নিজস্ব প্রতিনিধি\ কুমিল্লা সীমান্তে সোয়া কোটি টাকার ভারতীয় অবৈধ কিং কোবরা বাজি জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গত বুধবার (১২ই মার্চ) ভোরে চৌদ্দগ্রাম উপজেলার সীমান্তবর্তী মিয়া বাজার এলাকা থেকে বাজিগুলো জব্দ করা হয়।

            বিষয়টি নিশ্চিত করে বিজিবির কুমিল্লা ক্যাম্পের ১০ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ এম জাহিদ পারভেজ বলেন, ‘জব্দকৃত মালামাল বিধি মোতাবেক কাস্টমসে জমা করা হবে।’

            বিজিবি সূত্র জানায়, কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) অধীনস্থ কটকবাজার পোস্টের বিশেষ টহলদল গত বুধবার ভোর ৫টার দিকে সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় সীমান্ত শূন্য লাইন হতে আনুমানিক ৬ কি.মি বাংলাদেশের অভ্যন্তরে মিয়া বাজার ফুড প্যালেস সংলগ্ন এলাকায় মালিক বিহীন অবস্থায় অবৈধ ভারতীয় ৫ লাখ ৯৭ হাজার ৮০০ পিস কিং কোবরা বাজি জব্দ করা হয়। যার বর্তামান বাজার মূল্য ১ কোটি ১৯ লাখ ৫৬ হাজার টাকা।

Share This

COMMENTS