মনোহরগঞ্জে আবুল খায়ের স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি\ কুমিল্লার মনোহরগঞ্জে আবুল খায়ের স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা গত শনিবার (১২ই এপ্রিল) বিকেলে উপজেলা সদরের মনোহরগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে অনুষ্ঠিত হয়েছে। মনোহরগঞ্জ উন্নয়ন ফোরাম এর উদ্যোগে এ টুর্ণামেন্টের আয়োজন করা হয়।
ফাইনাল খেলায় প্রতিদ্বন্ধী ডা. শামীম একাদশকে ১-০ গোলে হারিয়ে মির্জাপুর স্পোটিং ক্লাব চ্যাম্পিয়ন হয়। খেলা শেষে এক পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে মনোহরগঞ্জ উন্নয়ন ফোরামের সভাপতি মো. জসিম উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সাবেক সচিব এএফএম সোলায়মান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সাবেক সচিব ড. এ কে এম জাহাঙ্গীর।
এ সময় উপস্থিত ছিলেন, সুরক্ষা সিটির চেয়ারম্যান আসাদুজ্জামান ভূট্টু, মনোহরগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় ও কলেজ অধ্যক্ষ মো. আব্দুল মতিন, মনোহরগঞ্জ উন্নয়ন ফোরাম এর উপদেষ্টা আব্দুল খালেক মোল্লা, মনোহরগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক এস এম মুনসুর আলম, মাসুদুল আলম বাচ্চু, জামায়াতে ইসলামী মনোহরগঞ্জ উপজেলার সাবেক আমীর প্রফেসর আলী আশরাফ মোল্লা, মনোহরগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক মো. কামরুজ্জামান, মনোহরগঞ্জ উপজেলা যুবদলের সাবেক সদস্য সচিব আমান উল্ল্যা চৌধুরী, মনোহরগঞ্জ উন্নয়ন ফোরাম এর সহ-সভাপতি মোস্তাফিজুর রহমান, সেক্রেটারি মাইন উদ্দিন, প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর আলম মিজি, নির্বাহী সদস্য মো. ফিরোজ, সাইফুল ইসলাম, উপজেলা যুবদলের সদস্য সচিব বাহারুল আলম বাবর, উপজেলা সেচ্ছাসেবকদলের যুগ্ম আহবায়ক কামাল হোসেন, মনোহরগঞ্জ উপজেলা ছাত্রদলের আহবায়ক মোবারক হোসেন বিল্লাল, সদস্য সচিব নুর মোহাম্মদ মেহেদী প্রমুখ।
অনুষ্ঠান পরিচালনা করেন সাবেক ছাত্রনেতা মো. আরিফুর রহমান।