শনিবার, ১৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

মনোহরগঞ্জের বরল্লা গ্রামে পানিতে ডুবে ২ ভাইয়ের মৃত্যুতে শোকাহত পরিবারের পাশে উপজেলা নির্বাহী অফিসার

১৪ Views

            নিজস্ব প্রতিনিধি\ কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলায় পুকুরের পানিতে ডুবে দুই চাচাতো ভাইয়ের মৃত্যুর খবরে শোকাহত সেই পরিবারের বাড়িতে গিয়ে সমবেদনা ও আর্থিক সহযোগিতা করেছেন মনোহরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ফাহরিয়া ইসলাম। গত শনিবার উপজেলার উত্তর হাওলা ইউনিয়নের বরল্লা গ্রামে ইউএনও ফাহরিয়া ইসলাম তাদের সাথে দেখা করেন।

            উল্লেখ্য, গত শুক্রবার (১১ই এপ্রিল) সকাল ৯টার দিকে মনোহরগঞ্জ উপজেলার উত্তর হাওলা ইউনিয়নের বরল্লা গ্রামে ২ শিশু পুকুরের পানিতে ডুবে মারা যায়। নিহত দুই শিশু হলো- বরল্লা গ্রামের মাস্টার বাড়ির মাইন উদ্দিনের ছেলে আবদুল (৩) ও মহিন উদ্দিনের ছেলে মাহাদি (৪)। তারা সম্পর্কে আপন চাচাত-জেঠাত ভাই।

            ওইদিন বিকাল ৪টায় তাদের জানাজার নামাজে এলাকার সর্বস্তরের মানুষের ঢল নামে। পুরো এলাকা জুড়ে শোকে নিস্তব্ধতা বিরাজ করছে।

            পরিবারগুলোকে সমবেদনা জানাতে মনোহরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ফাহরিয়া ইসলাম ঘটনাস্থলে যান। এসময় তিনি পুরো ঘটনা অবগত হয়ে কুমিল্লা জেলা প্রশাসক আমিরুল কায়ছারকে অবগত করেন। জেলা প্রশাসকও মর্মান্তিক এ ঘটনার জন্য পরিবারটির প্রতি সমবেদনা জানান।

            মনোহরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ফাহরিয়া ইসলাম জানান, পানিতে ডুবে ২ ভাই মৃত্যুর ঘটনায় সর্বত্রই শোকের ছায়া নেমে এসেছে। আমি মনোহরগঞ্জ উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সমবেদনা জানাতে এসেছি। যে দুর্ঘটনা ঘটেছে তার ক্ষতিপূরণ দেয়া কঠিন। তবে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কিছু আর্থিক সহায়তা করা হয়েছে, ডিসি স্যারের সাথে কথা হয়েছে, স্যারও সহমর্মিতা প্রকাশ করেছেন।

Share This

COMMENTS