শুক্রবার, ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

কোটি টাকা আত্মসাতের অভিযোগে শাহরাস্তিতে জনতা ব্যাংক সিনিয়র কর্মকর্তা আটক

কোটি টাকা আত্মসাতের অভিযোগে  শাহরাস্তিতে জনতা ব্যাংক সিনিয়র  কর্মকর্তা আটক
২৪১ Views

            নিজস্ব প্রতিনিধি\ চাঁদপুরের শাহরাস্তি উপজেলার সুচিপাড়া জনতা ব্যাংকের সিনিয়র অফিসার জাবেদ হোসাইনকে প্রায় কোটি টাকা আত্মসাতের অভিযোগে আটক করেছে পুলিশ।

            বিভিন্ন একাউন্টে টাকা হস্তান্তরের অভিযোগে শাহরাস্তি উপজেলার সুচিপাড়া জনতা ব্যাংক ম্যানেজার কার্তিক চন্দ্র ঘোষ গত ১৩ই এপ্রিল ২০২৫ শাহরাস্তি থানায় অভিযোগ দায়ের করেন। যাতে ব্যাংকের সিনিয়র অফিসার মোঃ জাবেদ হোসাইন কয়েকটি একাউন্টে ৮৪ লাখ ৬৭ হাজার ৮শ’ ১৪ টাকা আত্মসাতের জন্য হস্তান্তর করেন। এর প্রেক্ষিতে শাহরাস্তি থানা পুলিশ সোমবার তাকে আটক করে কোর্টে প্রেরন করেন।

            অসাধু সিনিয়র অফিসার জাবেদ হোসাইনের বাড়ি লক্ষীপুর সদর উপজেলার কুমেদপুর গ্রামে। শাহরাস্তি মডেল থানার ওসি আবুল বাসার জানান, অর্থ আত্মসাতের বিভিন্ন প্রমাণাদি দুদুকে পাঠানো হয়েছে। এ বিষয়ে দুদকে মামলা দায়ের করা হবে।

Share This

COMMENTS