বরুড়ায় ক্ষুদ্র ও প্রান্তিক ৭ হাজার কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ

নিজস্ব প্রতিনিধি\ কুমিল্লার বরুড়ায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে আউশ আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে বিনামূল্যে সার ও বীজ বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। গত সোমবার (২১শে এপ্রিল) সকাল ১০টায় বরুড়া উপজেলা পরিষদ ক্যাম্পাসে বরুড়া উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে খরিপ-১/২০২৫ -২০২৬ মৌসুমে উফশী আউশ ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির জন্য ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণের লক্ষ্যে প্রণোদনা কর্মসূচীর উদ্বোধন করেন বরুড়া উপজেলা নির্বাহী অফিসার নু-এমং মারমা মং।
প্রণোধনা বিতরণ কর্মসূচির সভাপতিত্ব করেন বরুড়া উপজেলা কৃষি অফিসার মোঃ জাহিদুল ইসলাম। এসময় আরও উপস্থিত ছিলেন, বরুড়া উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-সহকারী কৃষি অফিসার মোহাম্মদ আলী, প্রদীপ দাস, পলাশ মজুমদারসহ আগত কৃষকবৃন্দ।
এদিন উপজেলার ১৫ ইউনিয়ন ও একটি পৌরসভার মোট ৭ হাজার কৃষককে ৫ কেজি করে উফসী আউস ধানের বীজ, ১০ কেজি ডিএপি সার বিতরণ করা হয়েছে।
উল্লেখ্য, বরুড়া উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর যে কোন দূর্যোগ পরিস্থিতি ও সাম্প্রতিক সময়ে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে বরুড়া উপজেলা নির্বাহী অফিসার নু-এমং মারমা মং এর সহযোগিতায় প্রণোদনা হিসেবে বিনামূল্যে ধান বীজ, সার ও বারো মাসি সবজি বীজ এবং নগদ অর্থ বিতরণ করা হয়।