বৃহস্পতিবার, ২৪শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

ভারতের ওয়াক্ফ আইন বাতিলের দাবিতে কুমিল্লায় কওমী সংগঠনের বিক্ষোভ মিছিল

১৯ Views

            নিজস্ব প্রতিনিধি\ ভারতে সম্প্রতি পাস হওয়া ওয়াক্ফ সংশোধনী আইন বাতিলের দাবিতে এবং ফিলিস্তিনে ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে কুমিল্লায় বিক্ষোভ মিছিল করেছে কুমিল্লা জেলা কওমি মাদরাসা সংগঠন।

            গত রোববার (২০শে এপ্রিল) কুমিল্লা টাউন হল মাঠ থেকে বিশাল মিছিল বের হয়ে নগরীর কান্দিরপাড়, রাজগঞ্জ, মোগলটুলি, ফৌজদারি মোড় ও পুলিশলাইন্স হয়ে কান্দিরপাড় পূবালী চত্বরে এসে শেষ হয়। এর আগে টাউন হল মাঠে আল্লামা নূরুল হকের সভাপতিত্বে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন, মাওলানা আবদুল কুদ্দুস, হাফেজ মাওলানা মুনীর হোসেন, হাফেজ মাওলানা ওয়ালিউল্লাহ, মাওলানা মুনীর হোসেন, মাওলানা শামীম আহমেদ, মুফতি মাওলানা নাঈমুল ইসলাম প্রমুখ।

            এ সময় বক্তারা বলেন, ইসরায়েলে নির্মম হত্যাযজ্ঞের সহযোগী আমেরিকা, আর ভারতের মুসলিম হত্যা ও বিতর্কিত ওয়াক্ফ আইনের রচয়িতা মোদি সরকার।

            তারা ভারতকে নব্য ইসরাইল আখ্যা দিয়ে অবিলম্বে ভারতকে বিতর্কিত ওয়াক্ফ আইন বাতিলের দাবি জানান। এ সময় তারা ইসরায়েলি পণ্য বর্জনের জোর আহ্বান জানান। বিশাল মিছিলে জেলার বিভিন্ন এলাকার কওমি মাদরাসার ছাত্র ও শিক্ষকরা ব্যানার-ফেস্টুন হাতে নিয়ে অংশগ্রহণ করেন।

            ভারতে ওয়াক্ফ আইন প্রসঙ্গে বক্তারা বলেন, এই আইন বাতিল করতেই হবে। এটি শুধু ধর্মীয় স্বাধীনতাকে খর্ব করছে না, বরং সংখ্যালঘুদের সাংবিধানিক অধিকারেও হস্তক্ষেপ করছে। অবিলম্বে এ আইন বাতিল করতে হবে। নয়তো আমরা মুসলমানরা ভারতে অভিমুখে লংমার্চ কর্মসূচি দেব।

            কুমিল্লা জেলা কওমি মাদরাসা সংগঠনের সেক্রেটারি মাওলানা আবদুল কুদ্দুস বলেন, ১৪শ’ বছর আগে বিশ্ব নবী (স.) জিহাদের কথা বলে গেছেন। মুসলমানরা দয়া করে ইসরায়েলিদের জায়গা দিয়েছে। আজ তারাই ফিলিস্তিনিদের ওপর নির্যাতন করছে, হামলা করছে, শিশুদের হত্যা করছে। বোমার আঘাতে মানুষের মৃতদেহ আকাশে উড়ছে। যেহেতু বিশ্ব মুসলিম ফতোয়া বোর্ড জিহাদ ফরজ বলে আহ্বান করেছে, আমরা প্রস্তুত আছি। মুসলমানদের রক্ষায় যা করা দরকার আমরা করবোই।

Share This

COMMENTS