নাঙ্গলকোটে গৃহবধূকে পিটিয়ে হত্যা মামলায় ২ আসামী জেলহাজতে

নিজস্ব প্রতিনিধি\ কুমিল্লার নাঙ্গলকোটে গৃহবধূ ফরিদা আক্তারকে পিটিয়ে হত্যার ঘটনায় ২ জনকে আটক করা হয়েছে। ফরিদার ছোট ভাই মনসুর আলম দাবি হয়ে ৭ জনের বিরুদ্ধে থানায় হত্যা মামলা দায়ের করলে গত বুধবার ভোরে এজহারভুক্ত ২ ও ৪ নং আসামিকে আটক করে আদালতে প্রেরণ করে থানা পুলিশ।
আটককৃতরা হলেন- উপজেলার আদ্রা দক্ষিণ ইউনিয়ন কালাচৌ বড়িয়াপাড়া গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে মোস্তফা (৪৫) ও একই গ্রামের সেকান্দর আলীর ছেলে আফজাল (৪০)।
ফরিদার স্বামী সারওয়ার হোসেন বলেন, আমি দুবাই বসবাস করি, স্ত্রীর হত্যার খবর পেয়ে বাড়িতে ছুটে এসেছি। জানতে পেরেছি ফরিদাকে হত্যা করে ঝুলিয়ে রাখে আমার ভাইয়েরা, তবে সত্য-মিথ্যা আমার জানা নেই। পুলিশ তদন্ত করে সঠিক অপরাধীকে আইনের আওতায় আনবে বলে বিশ্বাস করি।
মামলার তদন্ত কর্মকর্তা পুলিশ উপ-পরিদর্শক ওবায়দুল হক জানান, মঙ্গলবার সকালে উপজেলা কালাচৌ গ্রামে গৃহবধূ ফরিদা হত্যার ঘটনায় ওইদিন রাতেই ফরিদার ছোট ভাই মনসুর বাদী হয়ে থানায় হত্যা মামলা দায়ের করলে বুধবার ভোররাতে দু’জনকে আটক করে আদালতে প্রেরণ করা হয়। অন্য আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।
উল্লেখ্য, নাঙ্গলকোট উপজেলার কালাচৌ (বড়িয়াপাড়া) গ্রামে গৃহবধূ ফরিদাকে বাসুর, দেবর ও শ্বাশুড়ি মিলে হত্যা করে মরদেহ ঝুলিয়ে রাখে এবং আত্মহত্যা বলে অপপ্রচার করা হয়। নাঙ্গলকোট থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল হাসপাতালে প্রেরণ করে। ময়নাতদন্ত শেষে বুধবার ফরিদাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।