রবিবার, ১৬ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

বজ্রপাতে স্ত্রীর মৃত্যুঃ স্বামী- সন্তানসহ ৩ জন আহত

বজ্রপাতে স্ত্রীর মৃত্যুঃ স্বামী-  সন্তানসহ ৩ জন আহত
২৪৬ Views

            নিজস্ব প্রতিনিধি\ কুমিল্লার দেবিদ্বারে কৃষিকাজ করার সময় বজ্রপাতে আলেয়া বেগম (৪০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। এসময় তার সঙ্গে থাকা স্বামী ও ২ ছেলে আহত হয়েছে।

            গত বুধবার (১৬ই এপ্রিল) বিকেলে উপজেলার রাজামেহার ইউনিয়নের নোয়াপাড়া গ্রামের এক ফসলি মাঠে এ দুর্ঘটনা ঘটে। নিহত আলেয়া বেগম একই এলাকার হাসেম মেম্বার বাড়ির মো. নজরুল ইসলামের স্ত্রী।

            স্থানীয়রা জানায়, নজরুল ইসলাম স্ত্রী সন্তান নিয়ে নিজ জমিতে ধান কেটে মাড়াই করছিলেন। হঠাৎ বজ্রপাতে ঘটনাস্থলেই তার স্ত্রী আলেয়া বেগম মারা যায়। এ সময় তিনি ও তার জমজ ২ ছেলে নাজিম ও আল আমিন আহত হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

            এ বিষয়ে দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুদ্দীন মো. ইলিয়াছ বলেন, বজ্রপাতে এক নারীর মৃত্যু হয়েছে বলে স্থানীয়দের মাধ্যমে জানতে পেরেছি। খোঁজ নিয়ে পরে বিস্তারিত জানাতে পারব।

Share This

COMMENTS