রবিবার, ২৭শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

ঐকমত্য কমিশনের সঙ্গে আলোচনায় জামায়াতে ইসলামি

১৬ Views

ঐকমত্য কমিশনের সাথে জাতীয় সংস্কার কমিশনসমূহের সুপারিশ নিয়ে আলোচনায় বসেছে বাংলাদেশ জামায়াতে ইসলামি।

রাজধানীর জাতীয় সংসদ ভবনের এল ডি হলে আজ সকাল সাড়ে দশটায় বৈঠক শুরু হয়ে এখনও তা চলছে।

বৈঠকে সভাপতিত্ব করছেন ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ। বৈঠকে রয়েছেন কমিশনের সদস্য বিচারপতি মো. এমদাদুল হক, বদিউল আলম মজুমদার, ড. ইফতেখারুজ্জামান, সফর রাজ হোসেন ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (ঐকমত্য) মনির হায়দার।

অপরদিকে,  জামায়াতের  প্রতিনিধিদলে রয়েছেন, জামায়াতে ইসলামির সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমীর মো. নুরুল ইসলাম বুলবুল,  জামায়াতের নায়েবে আমীর ও সাবেক এমপি ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের, কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এডভোকেট মতিউর রহমান আকন্দ, ড. হামিদুর রহমান আযাদ, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য সাইফুল আলম খান মিলন,কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য এহসানুল মাহবুব জুবায়ের, এবং আইনজীবী শিশির মনির।

জাতীয় ঐকমত্য কমিশনের সাথে মতবিনিময় শেষে প্রেস ব্রিফ করবে জামায়াত প্রতিনিধি দল।

Share This

COMMENTS