বুধবার, ২০শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ

অস্বাস্থ্যকর পরিবেশে হলুদ ও মরিচের গুড়া সংরক্ষণের দায়ে দু’টি প্রতিষ্ঠানকে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা

অস্বাস্থ্যকর পরিবেশে হলুদ ও মরিচের গুড়া সংরক্ষণের  দায়ে দু’টি প্রতিষ্ঠানকে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা
১০০ Views

            ষ্টাফ রিপোর্টার\  অস্বাস্থ্যকর পরিবেশে হলুদ ও মরিচের গুড়া সংরক্ষণ করায় গত সোমবার (২৮শে এপ্রিল) কুমিল্লার রাজগঞ্জ বাজারের দেশওয়ালী পট্রি এবং কুচাইতলীতে ঈদুল আযহাকে উপলক্ষ করে মসল্লার মিলগুলোতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে অস্বাস্থ্যকর পরিবেশে হলুদের গুড়া এবং মরিচের গুড়া সংরক্ষণ ও ক্রাসিং করায় দু’টি প্রতিষ্ঠানকে ১ লাখ ১০ হাজার জরিমানা করা হয়।

            অভিযান চলাকালে ভালো মরিচের সাথে নষ্ট মরিচ মিক্স করে ক্রাসিং/ভাংগানোর সময় হাতে-নাতে ধরা পড়ে। এছাড়াও অস্বাস্থ্যকর পরিবেশে হলুদের গুড়া এবং মরিচের গুড়া সংরক্ষণ ও ক্রাসিং করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ অনুযায়ী ‘আল-আমিন’ মসল্লা মিলকে ১ লাখ এবং ‘বায়েজিদ মসল্লার মিলকে’ ১০ হাজার টাকাসহ মোট ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং ভবিষ্যতের জন্য সতর্ক করা হয়েছে। অভিযান পরিচালনা করেন, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কুমিল্লার সহকারী পরিচালক মো. কায়ছার মিয়া। অভিযানে সহযোগিতা করেন, কুমিল্লা জেলা পুলিশের একটি টিম, ক্যাব কুমিল্লা এবং অফিস সহকারী ফরিদা ইয়াসমিন।  জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে বলে জানা গেছে।

Share This

COMMENTS