বুধবার, ৩০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

কুমিল্লার সাবেক পুলিশ সুপার আব্দুল মান্নান সাময়িক বরখাস্ত

কুমিল্লার সাবেক পুলিশ সুপার  আব্দুল মান্নান সাময়িক বরখাস্ত
১৪ Views

            ষ্টাফ রিপোর্টার\ কুমিল্লা ও সিলেট জেলার সাবেক পুলিশ সুপার আব্দুল মান্নানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সর্বশেষ রংপুর রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত ছিলেন তিনি।

            গত সোমবার (২৮শে এপ্রিল) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে এসংক্রান্ত প্রজ্ঞাপন প্রকাশ করা হয়েছে। এতে বলা হয়, রংপুর রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত সিলেট জেলা পুলিশের সাবেক পুলিশ সুপার আব্দুল মান্নানের বিরুদ্ধে গোপালগঞ্জ মডেল থানায় গত ৮ই জানুয়ারি মামলা হয়। ওই মামলায় গত ৯ই ফেব্রæয়ারি তাকে গ্রেপ্তার করা হয়।

            প্রজ্ঞাপন আরো বলা হয়, আব্দুল মান্নান বর্তমানে কারাগারে আছেন। তাকে সরকারি চাকরি আইন, ২০১৮-এর বিধান অনুযায়ী ৯ই ফেব্রæয়ারি থেকে সরকারি চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হলো। বিধি অনুযায়ী, আব্দুল মান্নান খোরপোশ ভাতা পাবেন। জনস্বার্থে এ আদেশ জারি করা হলো।

Share This

COMMENTS