মনোহরগঞ্জে অবৈধভাবে মাটি কাটার অপরাধে ২ জনের কারাদন্ড


নিজস্ব প্রতিনিধি\ মনোহরগঞ্জ উপজেলার সরসপুর ইউনিয়নে রাতের অন্ধকারে কৃষিজমি নষ্ট করে অবৈধ ভেকু ব্যবহার করে মাটি কাটা ও পরিবহন করায় দু’টি মামলায় ২ জনকে ৭ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান, একটি ট্রাক্টর জব্দ করা হয়। গত সোমবার (৫ই মে) দিবাগত রাতে অভিযান পরিচালনা করেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাসরিন। এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ সেনাবাহিনী ও মনোহরগঞ্জ থানা পুলিশের একটি টিম।
জানা যায়, সরসপুর ইউনিয়নে রাতের অন্ধকারে অবৈধ ভেকু, ট্রাক, ট্রাক্টরের মাধ্যমে ফসলী জমি থেকে মাটি কাটা ও বিক্রির সত্যতা পাওয়া গেছে। কয়েকটি পরিবার গোপনীয়ভাবে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাসরিনকে বিষয়টি অবহিত করলে তিনি সরজমিনে গিয়ে ঘটনার সত্যতা পান। পরে ভেকু ড্রাইভার মনোহরগঞ্জ উপজেলার বিহড়া গ্রামের রাজ্জাকের পুত্র রাশেদ ও ট্রাক ড্রাইভার কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার রামপুরা গ্রামের আবু তাহেরের পুত্র আনিসকে ৭ দিনের বিনাশ্রম কারাদন্ড এবং ট্রাক্টর জব্দ করেন।