শুক্রবার, ১লা আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ

নিম্নচাপ উপকূল অতিক্রম শুরু, ১৪টি জেলায় জলোচ্ছ্বাসের আশঙ্কা

নিম্নচাপ উপকূল অতিক্রম শুরু, ১৪টি জেলায় জলোচ্ছ্বাসের আশঙ্কা
১২১ Views

বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপটি বাংলাদেশের উপকূল অতিক্রম করা শুরু করেছে। এর প্রভাবে উপকূলীয় এলাকাসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টিপাত ও ঝোড়ো হাওয়া শুরু হয়েছে। আবহাওয়া অধিদপ্তরের বিশেষ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টার দিকে নিম্নচাপটি ভারতের পশ্চিমবঙ্গের সাগরদ্বীপ ও বাংলাদেশের খেপুপাড়ার কাছ দিয়ে উপকূল অতিক্রম করা শুরু করেছে। এটি সন্ধ্যার মধ্যে পুরোপুরি অতিক্রম করতে পারে এবং এরপর ধীরে ধীরে দুর্বল হয়ে পড়বে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, নিম্নচাপের কারণে উত্তর বঙ্গোপসাগর, বাংলাদেশের উপকূলীয় অঞ্চল এবং সমুদ্রবন্দরগুলোর ওপর দিয়ে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।

অমাবস্যা এবং নিম্নচাপের যৌথ প্রভাবে উপকূলীয় জেলার চট্টগ্রাম, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, চাঁদপুর, ভোলা, হাতিয়া, সন্দ্বীপ, বরগুনা, পটুয়াখালী, বরিশাল, পিরোজপুর, ঝালকাঠি, বাগেরহাট, খুলনা ও সাতক্ষীরাসহ এসব জেলার আশপাশের দ্বীপ ও চরগুলোতে ২ থেকে ৪ ফুট উচ্চতার জলোচ্ছ্বাসে প্লাবনের আশঙ্কা রয়েছে। সেই সঙ্গে সেখানে ঝোড়ো হাওয়ারও পূর্বাভাস রয়েছে।

আবহাওয়া অধিদপ্তর সকলকে সতর্ক থাকতে এবং স্থানীয় প্রশাসনের নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়েছে ।

Share This