শুক্রবার, ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

পরবর্তী সরকারের অংশ হওয়ার ইচ্ছা নেই: প্রধান উপদেষ্টা ইউনূস

পরবর্তী সরকারের অংশ হওয়ার ইচ্ছা নেই: প্রধান উপদেষ্টা ইউনূস
২৬৬ Views

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস স্পষ্টভাবে জানিয়েছেন, তিনি নির্বাচনের পর গঠিত নতুন সরকারে কোনো ধরনের ভূমিকা নিতে আগ্রহী নন। তাঁর মতে, তাঁদের দায়িত্ব কেবলমাত্র একটি সফল ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজন এবং ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া নিশ্চিত করায় সীমাবদ্ধ।

বুধবার লন্ডনের চ্যাথাম হাউসের রয়্যাল ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সে বক্তব্য শেষে প্রশ্নোত্তর পর্বে এ বিষয়ে প্রশ্ন করা হলে অধ্যাপক ইউনূস জোর দিয়ে বলেন, ‘না, একেবারেই না। আমি মনে করি না আমাদের উপদেষ্টা পরিষদের কেউই ভবিষ্যতের সরকারে কোনো ভূমিকা নিতে আগ্রহী হবেন।’

একজন সাংবাদিক জানতে চান, তিনি কি ভবিষ্যতের গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারের অংশ হতে চান কিংবা সে রকম কোনো অবস্থানে রয়েছেন কি না। এর জবাবে অধ্যাপক ইউনূস সাফ বলেন, তাঁদের দায়িত্ব একটি নির্ভুল ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তর নিশ্চিত করা, যাতে জনগণের আস্থা অটুট থাকে।

তিনি আরও বলেন, ‘আমরা দৃঢ়ভাবে চাই, নির্বাচন যেন সঠিক ও সুষ্ঠুভাবে সম্পন্ন হয়। এটি আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

Share This