শুক্রবার, ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

কিংস চার্লস হারমনি অ্যাওয়ার্ড গ্রহণ করবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস

কিংস চার্লস হারমনি অ্যাওয়ার্ড গ্রহণ করবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস
২৯০ Views

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস আজ বৃহস্পতিবার ব্রিটেনের অন্যতম মর্যাদাপূর্ণ পুরস্কার ‘কিংস চার্লস হারমনি অ্যাওয়ার্ড’ গ্রহণ করবেন।

লন্ডনের সেন্ট জেমস প্যালেসে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে ব্রিটেনের রাজা তৃতীয় চার্লস অধ্যাপক ইউনূসের হাতে এই পুরস্কার তুলে দেবেন।

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম আজ (বৃহস্পতিবার) বাসস-কে এই তথ্য জানিয়েছেন। চার দিনের সরকারি সফরে অধ্যাপক ইউনূস বর্তমানে লন্ডনে অবস্থান করছেন।

পুরস্কার গ্রহণ ছাড়াও আজ তাঁর রাজা চার্লসের সঙ্গে বাকিংহাম প্যালেসে সাক্ষাৎ করার কথা রয়েছে। একই দিনে তিনি ওয়েস্টমিনস্টারে ব্রিটিশ পার্লামেন্টের হাউস অব কমন্সের স্পিকার স্যার লিন্ডসে হোয়েলের সঙ্গেও বৈঠক করবেন।

Share This

COMMENTS