শুক্রবার, ১লা আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ

নির্বাচন ঘিরে সব ধরনের নিরাপত্তা প্রস্তুত রয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্ট

নির্বাচন ঘিরে সব ধরনের নিরাপত্তা প্রস্তুত রয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্ট
১১৫ Views

নির্বাচনে নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব প্রস্তুতি আইনশৃঙ্খলা বাহিনী গ্রহণ করেছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

শনিবার বিকেলে র‍্যাব-১ এর কার্যালয় পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি বলেন, “যে সময় নির্বাচন অনুষ্ঠিত হবে, সেই সময়ের প্রেক্ষাপটে যা যা দরকার, সব প্রস্তুতি আমাদের রয়েছে।”

ছোটখাটো ঘটনা প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “৫৩ বছরের ইতিহাস দেখলেই বোঝা যায়, এ ধরনের ঘটনা মাঝেমধ্যেই ঘটে থাকে। আর এই ধরনের পরিস্থিতি সামাল দিতেই আমাদের আইনশৃঙ্খলা বাহিনী রয়েছে। যদি এমন কিছু না ঘটতো, তাহলে পুলিশ বাহিনীর প্রয়োজন হতো না।”

আইনশৃঙ্খলা পরিস্থিতির অগ্রগতি নিয়ে তিনি বলেন, “গত ১১ মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি হয়েছে—আপনারাও সেটা স্বীকার করছেন।”

সাংবাদিকদের উদ্দেশে উপদেষ্টা আরও বলেন, “খণ্ডিতভাবে কোনো বক্তব্য বা তথ্য প্রকাশ না করাই ভালো। কারণ, বাইরে থেকে অনেক সময় এসব টুকরো খবর বিকৃতভাবে উপস্থাপন করা হয়, যা ভুল বার্তা দেয় দেশের ভাবমূর্তিতে।”

Share This