মঙ্গলবার, ১৯শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ

স্ত্রীর তালাকের নোটিশ দেখে স্বামীর আত্মহত্যা

স্ত্রীর তালাকের নোটিশ  দেখে স্বামীর আত্মহত্যা
১৩০ Views

            নিজস্ব প্রতিনিধি\ চৌদ্দগ্রামে আজিজুল হক রবিন নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। গত রোববার সকালে উপজেলার উজিরপুর ইউনিয়নের জগমোহনপুর গ্রামে এ ঘটনা ঘটে। বিকেলে চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হিলাল উদ্দিন আহমেদ এ কথা নিশ্চিত করেন। রবিনের পরিবার বলছে, স্ত্রীর তালাক নোটিশ পেয়ে মানসিকভাবে ভেঙে পড়েছিলেন রবিন। রবিন জগমোহনপুরের বাসিন্দা আবুল খায়েরের ছেলে।

            স্থানীয় সূত্রে জানা গেছে, রবিন ৮ বছর আগে পার্শ্ববর্তী সদর দক্ষিণ উপজেলার তালপট্টি গ্রামের নাছিমা আক্তারকে বিয়ে করেন। তাদের একটি সন্তান আছে। ৬ মাস আগে ঝগড়াঝাঁটি করে নাছিমা একমাত্র সন্তানকে রেখে বাবার বাড়িতে চলে যান। ২ মাস আগে রবিনের ঠিকানায় তালাকের নোটিশ পাঠান নাছিমা। পরিবারের লোকজন রবিনকে বিষয়টি অবগত করেননি। রবিন ঈদের ছুটি শেষে পার্শ্ববর্তী গার্মেন্টসে চাকরিতে যোগদান করার জন্য পরিচয়পত্র খুঁজতে গিয়ে তালাক নোটিশটি দেখতে পান। পরে বাড়ির পাশের একটি গাছে রবিনের ঝুলন্ত লাশ দেখে পুলিশকে খবর দেয়া হয়।

            রবিনের ভাই আশরাফুল ইসলাম শাওন জানান, দীর্ঘদিন ধরে তার ভাই ও ভাবির ঝগড়া চলছিল। ৬ মাস আগে ভাবি নাছিমা বাবার বাড়িতে চলে যান। ২ মাস আগে তালাক নোটিশ পাঠান নাছিমা। বিষয়টি পরিবারের পক্ষ থেকে গোপন রাখলেও ২ দিন আগে রবিন তালাক নোটিশ দেখে মানসিকভাবে ভেঙে পড়েন। পরদিন সকালে বাড়ির পাশে রবিনের গাছে লাশ ঝুলতে দেখা যায়।

            চৌদ্দগ্রাম থানার উপপরিদর্শক তারেক উদ্দিন আকাশ বলেন, রবিন নামে এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি আত্মহত্যা করেছেন। লাশের ময়নাতদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।

Share This