বৃহস্পতিবার, ১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু ২৬ জুন, সারাদেশে অংশ নিচ্ছে ১২ লাখের বেশি শিক্ষার্থী

এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু ২৬ জুন, সারাদেশে অংশ নিচ্ছে ১২ লাখের বেশি শিক্ষার্থী
৩১২ Views

বাংলা প্রথম পত্র পরীক্ষার মাধ্যমে বৃহস্পতিবার, ২৬ জুন থেকে শুরু হচ্ছে ২০২৫ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষা। পরীক্ষা চলবে আগামী ১০ আগস্ট পর্যন্ত।

এ বছর সারাদেশে মোট ১২ লাখ ৫১ হাজার ১১১ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে। এর মধ্যে সাধারণ ৯টি শিক্ষা বোর্ডের অধীনে রয়েছে প্রায় ১০ লাখ ৫৫ হাজার পরীক্ষার্থী। আলিম পর্যায়ে ৮৬ হাজার এবং কারিগরি বোর্ডে ১ লাখ ৯ হাজার শিক্ষার্থী রয়েছে। পরীক্ষা অনুষ্ঠিত হবে দেশের ২ হাজার ৭৯৭টি কেন্দ্রে।

২০২৪ সালের তুলনায় এ বছর পরীক্ষার্থীর সংখ্যা কমেছে ৮১ হাজার ৮৮২ জন। গত বছর মোট পরীক্ষার্থী ছিল ১৩ লাখ ৩২ হাজার ৯৯৩ জন।

শিক্ষা মন্ত্রণালয় পরীক্ষার সুষ্ঠু ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে নানা কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে। প্রশ্নফাঁসের গুজব ঠেকাতে দেশের সব কোচিং সেন্টার আগামী ১৫ আগস্ট পর্যন্ত বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি পরীক্ষার্থীদের জন্য ১০টি নির্দেশনা দিয়েছে শিক্ষা বোর্ড।

ঢাকা শিক্ষা বোর্ডও ৩৩ দফা নির্দেশনা জারি করেছে যাতে পরীক্ষা সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়। এর আওতায় পরীক্ষাকেন্দ্রে সিসিটিভি স্থাপন, নকলবিরোধী পোস্টার টানানো, জনসমাগম নিয়ন্ত্রণ, মাইক ব্যবহার করে সচেতনতা সৃষ্টি এবং শুধুমাত্র এনালগ কাঁটাযুক্ত ঘড়ি ব্যবহারের নির্দেশনা রয়েছে। বর্ষাকালীন বিদ্যুৎ সমস্যা মোকাবিলায় আগেভাগেই বিদ্যুৎ অফিসকে সতর্ক করা হয়েছে।

এছাড়া, পরীক্ষাকেন্দ্রে প্রবেশের সময় পরীক্ষার্থী ও সংশ্লিষ্ট সবাইকে মাস্ক পরা এবং হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে।

Share This