শুক্রবার, ১৫ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

এবার ভূমধ্যসাগরে সাত সহস্রাধিক  মার্কিন সেনাসহ বিমানবাহী রণতরি

এবার ভূমধ্যসাগরে সাত সহস্রাধিক মার্কিন সেনাসহ বিমানবাহী রণতরি

৭৪ Views

অবশেষে ভূমধ্যসাগরে সাত হাজার মার্কিন সেনা পাঠাল যুক্তরাষ্ট্র। গত ৭ই অক্টোবর ইসরাইলে হামাসের অভিযানের কয়েক ঘণ্টা পর থেকেই যুক্তরাষ্ট্র একের পর এক এভাবে সহায়তা দিচ্ছে।  ইসরাইলকে সহায়তা করতে পূর্ব ভূমধ্যসাগরে পাঁচ হাজার সেনাসহ বিশ্বের বৃহত্তম মার্কিন বিমানবাহী রণতরি ইউএস জেরাল্ড আর ফোর্ড ক্যারিয়ার স্ট্রাইক পাঠিয়েছে।

নতুন করে পাঠানো হয়েছে আরও দুই হাজার সেনা।  গতকাল মঙ্গলবার আলজাজিরার এক খবরে বলা হয়েছে, হামাস ধ্বংসে যুদ্ধের প্রথম সপ্তাহেই আট হাজার টন সামরিক সহায়তা (অস্ত্র-গোলা বারুদ) দিয়েছে যুক্তরাষ্ট্র।  তবে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন মার্কিন টেলিভিশন সিবিএসের সিক্সটি মিনিটস অনুষ্ঠানে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন, আমাদের পাঠানো সেনারা যুদ্ধের জন্য কাজ করবে না। তাদের পাঠানো হয়েছে যাতে তৃতীয় পক্ষ যুদ্ধে ঢুকতে না পারে।

এ সম্পর্কে সোমবার এএফপির এক প্রতিবেদনে বলা হয়েছে, ইসরাইলের সবচেয়ে বড় শক্তি হলো যুক্তরাষ্ট্র। ২০১৯ সালে ‘১০ সাল বন্দোবস্ত’ বা চুক্তির ভিত্তিতে যুক্তরাষ্ট্র প্রতি বছর ইসরাইলকে ৩৮০ কোটি ডলারের সামরিক সহায়তা দিয়ে থাকে।  এএফপি

Share This

COMMENTS