শনিবার, ১৬ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ

সরকারি চাকরিতে শূন্য পদ ৪ লাখ ৬৮ হাজার, ফাঁকা প্রায় চার ভাগের এক

সরকারি চাকরিতে শূন্য পদ ৪ লাখ ৬৮ হাজার, ফাঁকা প্রায় চার ভাগের এক
১৮৯ Views

সরকারি চাকরিতে বিপুলসংখ্যক পদ দীর্ঘদিন ধরে শূন্য পড়ে আছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রকাশিত সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, দেশের সরকারি চাকরিতে অনুমোদিত মোট ১৯ লাখ ১৯ হাজার ১১১টি পদের মধ্যে বর্তমানে ৪ লাখ ৬৮ হাজার ২২০টি পদ শূন্য। যা মোট পদের ২৪ দশমিক ৪০ শতাংশ, অর্থাৎ প্রায় চার ভাগের এক ভাগ ফাঁকা রয়েছে।

আজ সোমবার (৩০ জুন) মন্ত্রণালয় ‘সরকারি কর্মচারীদের পরিসংখ্যান–২০২৪’ প্রকাশ করেছে। তাতে বলা হয়, বর্তমানে সরকারি দপ্তরগুলোতে কর্মরত আছেন ১৪ লাখ ৫০ হাজার ৮৯১ জন কর্মকর্তা-কর্মচারী। বাকি বিপুলসংখ্যক পদে এখনো নিয়োগ হয়নি।

এই বাস্তবতায় দেশের বিপুলসংখ্যক শিক্ষিত তরুণ-তরুণী যখন চাকরির জন্য প্রতিনিয়ত সংগ্রাম করছেন, তখন এত বড় সংখ্যক সরকারি পদ শূন্য থাকা সমাজে এক ধরনের হতাশা ও প্রশ্নের জন্ম দিচ্ছে।

উল্লেখ্য, এই পরিস্থিতি নতুন নয়। মন্ত্রণালয়ের আগের পরিসংখ্যানেও একই রকম চিত্র দেখা গেছে। সরকারি কর্মচারীদের পরিসংখ্যান–২০২২ অনুযায়ী, তখন সরকারি চাকরিতে অনুমোদিত পদের প্রায় ২৬ শতাংশ, অর্থাৎ প্রায় ৫ লাখ পদ শূন্য ছিল।

এই স্থায়ী শূন্যপদের বাস্তবতা প্রশাসনিক দক্ষতার ওপর যেমন প্রভাব ফেলছে, তেমনি কর্মসংস্থানের দৃষ্টিকোণ থেকেও এটি একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

Share This