শনিবার, ৫ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

চাটখিলে আগ্নেয়াস্ত্র-গুলিসহ যুবদল সভাপতি গ্রেফতার

চাটখিলে আগ্নেয়াস্ত্র-গুলিসহ  যুবদল সভাপতি গ্রেফতার
১৫ Views

            নিজস্ব প্রতিনিধি\ নোয়াখালীর চাটখিলে আগ্নেয়াস্ত্র, গুলি ও কার্তুজসহ এক যুবদল নেতাকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী। গত শনিবার দুপুরের দিকে আসামিকে নোয়াখালী চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়। ওইদিন ভোররাতে উপজেলার ধর্মপুর গ্রামের সাতের দীঘির দক্ষিণ পাড়ের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার জাহিদুল ইসলাম রুবেল (৩৮) উপজেলার রামনারায়ণপুর ইউনিয়ন যুবদলের সভাপতি এবং ওই এলাকার মৃত হোসেন চৌধুরীর ছেলে।

            পুলিশ জানায়, উপজেলার রামনারায়ণপুর ইউনিয়নের ধর্মপুর গ্রামের সাতের দীঘির দক্ষিণ পাড়ে এলাকায় সেনাবাহিনী ও পুলিশ যৌথভাবে অভিযান চালায়। ওই সময় যুবদল নেতা রুবেলের বসতবাড়ির দক্ষিণ পাশের জানালার সানশেডের ওপর থেকে একটি দেশিয় তৈরি পিস্তল উদ্ধার করা হয়। যার সঙ্গে ট্রিগার ও ফায়ারিং পিন সংযুক্ত ছিল। এছাড়া, ৩০৩ রাইফেলের ৭ রাউন্ড গুলি, ৭ রাউন্ড ১২ বোর কার্তুজ (রাবার বুলেট) এবং একটি লোহার তৈরি পুরাতন চাপাতি দা উদ্ধার করা হয়।

            চাটখিল থানার ওসি মোহাম্মদ ফিরোজ চৌধুরী বলেন, অভিযানে আসামি এসব অস্ত্র ও গোলাবারুদ নিজেই বের করে দেয়। এ ঘটনায় চাটখিল থানায় তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা নেয়া হয়েছে। দুুপুরে তাকে ওই মামলায় গ্রেফতার দেখিয়ে নোয়াখালী আদালতে পাঠালে আদালত কারাগারে প্রেরন করেন।

Share This