বৃহস্পতিবার, ৩রা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

সাড়ে ৫ মাসে কুরআনের হাফেজ হলেন সাইদুল

সাড়ে ৫ মাসে কুরআনের  হাফেজ হলেন সাইদুল
Views

            নিজস্ব প্রতিনিধি\ কুমিল্লার মুরাদনগরে সাড়ে ৫ মাসেই পবিত্র কুরআন মুখস্থ করেছেন সাইদুল ইসলাম নামে ৮ বছর বয়সী শিশু। উপজেলার বাইড়া বড়বাড়ী দারুল কুরআন নুরানিয়া হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানার ওই শিক্ষার্থী ৫ মাস ১৮ দিনে পুরো কুরআন মুখস্থ করার গৌরব অর্জন করেন। সাইদুল ওই গ্রামের সবজি বিক্রেতা আক্কাস আলীর ছেলে।

            এ উপলক্ষে হাফেজ সাইদুলকে এলাকাবাসীর পক্ষ থেকে সংবর্ধনা দেয়া হয়। হাফেজ অহিদুর রহমানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, ইউপি চেয়ারম্যান তৈয়বুর রহমান তুহিন, মাওলানা আমজাদ হোসাইন, সাজ্জাদ হোসেন ও শিক্ষক ডালিম মিয়া, হাফেজ সহিদুল ইসলাম প্রমুখ।

            মাদ্রাসার প্রধান শিক্ষক সহিদুল ইসলাম বলেন, সাড়ে ৫ মাসেই ওই শিক্ষার্থী পবিত্র কুরআন মুখস্থ করার গৌরব অর্জন করেন। তার এমন কৃতিত্বে অভিভাবক, শিক্ষক, সহপাঠী এবং এলাকাবাসী বেশ আনন্দিত। তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন পরিবার।

Share This

COMMENTS