সাড়ে ৫ মাসে কুরআনের হাফেজ হলেন সাইদুল


নিজস্ব প্রতিনিধি\ কুমিল্লার মুরাদনগরে সাড়ে ৫ মাসেই পবিত্র কুরআন মুখস্থ করেছেন সাইদুল ইসলাম নামে ৮ বছর বয়সী শিশু। উপজেলার বাইড়া বড়বাড়ী দারুল কুরআন নুরানিয়া হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানার ওই শিক্ষার্থী ৫ মাস ১৮ দিনে পুরো কুরআন মুখস্থ করার গৌরব অর্জন করেন। সাইদুল ওই গ্রামের সবজি বিক্রেতা আক্কাস আলীর ছেলে।
এ উপলক্ষে হাফেজ সাইদুলকে এলাকাবাসীর পক্ষ থেকে সংবর্ধনা দেয়া হয়। হাফেজ অহিদুর রহমানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, ইউপি চেয়ারম্যান তৈয়বুর রহমান তুহিন, মাওলানা আমজাদ হোসাইন, সাজ্জাদ হোসেন ও শিক্ষক ডালিম মিয়া, হাফেজ সহিদুল ইসলাম প্রমুখ।
মাদ্রাসার প্রধান শিক্ষক সহিদুল ইসলাম বলেন, সাড়ে ৫ মাসেই ওই শিক্ষার্থী পবিত্র কুরআন মুখস্থ করার গৌরব অর্জন করেন। তার এমন কৃতিত্বে অভিভাবক, শিক্ষক, সহপাঠী এবং এলাকাবাসী বেশ আনন্দিত। তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন পরিবার।