বৃহস্পতিবার, ৩রা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

মনোহরগঞ্জ উপজেলার ৫টি ইউনিয়ন বিএনপি’র সম্মেলন প্রস্তুতি সভা

মনোহরগঞ্জ উপজেলার ৫টি ইউনিয়ন  বিএনপি’র সম্মেলন প্রস্তুতি সভা
Views

            নিজস্ব প্রতিনিধি\ কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার ৫টি ইউনিয়ন (সরসপুর, লক্ষণপুর, নাথেরপটুয়া, উত্তর হাওলা, বিপুলাসার) বিএনপির সম্মেলন প্রস্তুতি সভা গত শুক্রবার (২৭শে জুন) বিকেলে অনুষ্ঠিত হয়। নাথের পেটুয়া ডিগ্রি কলেজ মাঠে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন, বিএনপির কেন্দ্রীয় শিল্প বিষয়ক সম্পাদক মো. আবুল কালাম।

            আবুল কালাম তার বক্তব্যে বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা মোতাবেক ওয়ার্ড থেকে শুরু করে উপজেলা পর্যন্ত সম্পূর্ণ গণতান্ত্রিক প্রক্রিয়ায় কাউন্সিলের মাধ্যমে বিএনপির কমিটিগুলো গঠন করা হচ্ছে। এভাবে তৃণমূলের নেতা কর্মীদের ভোটের মাধ্যমে দলের নেতৃত্ব নির্বাচিত করা অনেকটাই ব্যতিক্রম হয়ে থাকবে।

            তিনি লাকসাম-মনোহরগঞ্জ আসনের সাবেক সংসদ সদস্য কর্ণেল (অব:) এম আনোয়ারুল আজিমের আত্মার মাগফিরাত কামনা করে বলেন, জীবিত আজিম ভাইয়ের চেয়ে মৃত আজিম ভাই আমাদের কাছে অনেক শক্তিশালী। তাই আজিম ভাইয়ের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা রেখে আমরা সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে দলের কাজ করতে হবে।

            আবুল কালাম বলেন, ১১টি ইউনিয়ন বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির জন্য ১১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করে দেয়া হয়েছে। তারা সকল আয়োজন বাস্তবায়ন করার পর কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি বাকী দায়িত্ব পালন করবেন। এক্ষেত্রে বিএনপির ত্যাগি ও নির্যাতিতদের অগ্রাধিকার দিয়ে কমিটি গঠন করতে হবে।

            তিনি বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগের কোন দোসর যেন বিএনপির কোন পদে আসতে না পারে সেই দায়িত্ব আপনাদেরকেই নিতে হবে। আমরা অবশ্যই যাচাই বাচাই কমিটিকে বিষয়টি গুরুত্ব সহকারে দেখার অনুরোধ করেছি।

            মনোহরগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব মো.ইলিয়াস পাটোয়ারীর সভাপতিত্বে ও কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক এবং মনোহরগঞ্জ উপজেলা বিএনপির সদস্য সচিব অধ্যাপক সরওয়ার জাহান ভূঁইয়া দোলনের সঞ্চালনায়  বিশেষ অতিথি ছিলেন, লাকসাম পৌরসভা বিএনপির আহবায়ক আবুল হাশেম মানু, লাকসাম উপজেলা বিএনপির সদস্য সচিব আবদুর রহমান বাদল, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সদস্য ও লাকসাম পৌরসভার কমান্ডার আবুল বাশার, সাবেক মেয়র আলহাজ্ব মজির আহম্মদ, মনোহরগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি আবু ইউসুফ ভূঁইয়া, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক দপ্তর সম্পাদক সফিকুর রহমান সফিক, মনোহরগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক শাহ সুলতান খোকন, মনোহরগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক যথাক্রমে- প্রফেসর আলী মর্তুজা, এস এম মুনসুর, মোহাম্মদ আলী চেয়ারম্যান, মাসুদুল আলম বাচ্চু, আবদুল মুনাফ চেয়ারম্যান,  শওকত হোসেন শিহাব, গিয়াস উদ্দিন সৈকত, সাবেক সাধারণ সম্পাদক শরীফ হোসেন চেয়ারম্যান, আবুল কালাম আজাদ, কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্র দলের সাবেক সহ.সভাপতি জাফর ইকবাল বাচ্চু, মনির আহমেদ, গুম হওয়া বিএনপি নেতা সাইফুল ইসলাম হিরুর ছেলে রাফসানুল ইসলাম, গুম হওয়া বিএনপি নেতা হুমায়ুন কবির পারভেজের ছেলে শাহরিয়ার কবির রাতুল, উত্তর হাওলা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মাস্টার নুরুল ইসলাম মিন্টু, জহিরুল হক ভূঁইয়া, কাজী আবুল বাশার, হারুনুর রশিদ চেয়ারম্যান, নাথের পেটুয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি নাজির মেম্বার প্রমুখ।

Share This

COMMENTS