নাঙ্গলকোট পৌরসভার ২০২৫-২৬ অর্থ বছরের বাজেট ঘোষণা


তাজুল ইসলাম\ কুমিল্লার নাঙ্গলকোট পৌরসভার ২০২৫-২৬ অর্থ বছরের প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে। গত সোমবার দুপুরে পৌরসভা সম্মেলন কক্ষে বাজেট ঘোষণা অনুষ্ঠান আয়োজন করা হয়। বাজেট ঘোষণা করেন নাঙ্গলকোট পৌরসভা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আল আমিন সরকার। ২০২৫-২৬ অর্থ বছরের বাজেটে ৪৭ কোটি ৩ লাখ ৫১ হাজার টাকা আয় এবং ৪৬ কোটি ৬০ লাখ ৮৫ হাজার টাকা সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে।
২০২৫-২৬ অর্থ বছরের বাজেটে করোনা ভাইরাস জনিত দূর্যোগ প্রতিরোধে বিভিন্ন কার্যক্রম বাস্তবায়নে বাজেট ৫ লাখ টাকা বরাদ্দ রাখা হয়েছে। এছাড়া বাজেটে রাস্তা নির্মাণ খাতে ১৬ কোটি, পৌর সুপার মার্কেট নির্মান খাতে ২ কোটি, পৌর এলাকায় বিদ্যমান বিভিন্ন ড্রেন নির্মান, পরিষ্কার, মেরামত ও রক্ষনাবেক্ষণ খাতে ৬ কোটি ৬৫ লাখ, বাস টার্মিনালের নির্মাণ খাতে ২০ লাখ, পৌর এলাকায় স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিত কল্পে ব্যয় বরাদ্ধ ১০ লাখ, ব্রীজ ও কালভাট নির্মাণ খাতে বরাদ্দ ১ কোটি ২০ লাখ, চিকিৎসা সেবাসহ গরীব দুঃস্থদের আর্থিক সাহায্য প্রদান খাতে ২ লাখ, কর্মকর্তা-কর্মচারীদের বেতন ভাতা বাবত বরাদ্দ ৩ কোটি, রাস্তা আলোকিত করণসহ বিদ্যুতায়নে বরাদ্ধ ১ কোটি ১০ লাখ, পৌর নাগরিকদের চিত্ত বিনোদনের জন্য পার্ক ও সৌন্দর্য্য বর্ধন নির্মান খাতে বরাদ্দ ২০ লাখ, ইপিআই কার্যক্রমে ২ লাখ, বর্জ ব্যবস্থাপনা স্থাপনা নির্মান ও যন্ত্রপাতি সংগ্রহ কর্মসূচিতে বরাদ্দ রাখা হয়েছে ৮২ লাখ টাকা।
পৌর প্রশাসক আল আমিন সরকার তার বক্তব্যে বলেন, আগামী অর্থবছরে পৌর এলাকায় লাইটিং, পৌর সুপার মার্কেট নির্মাণ, বর্জ্য ব্যবস্থাপনায় স্থাপনা নির্মাণ, বাস টার্মিনাল, যাত্রী ছাউনি, ব্রিজ, কালভার্ট নির্মাণ ও সৌন্দর্য বর্ধনসহ অর্থ প্রাপ্তি সাপেক্ষে বাজেটে ঘোষিত সকল উন্নয়ন করা হবে। এছাড়া পৌর বাজারের যানজট নিরশনে উদ্যোগ গ্রহণ করা হবে।
নাঙ্গলকোট পৌর নির্বাহী কর্মকর্তা হারুনুর রশিদের সঞ্চালনায় বাজেট ঘোষণা অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা প্রকৌশলী অহিদুর রহমান সিকদার, পৌরসভা নির্বাহী প্রকৌশলী জুবাইদা ইয়াছমিন, নাঙ্গলকোট থানা অফিসার ইনচার্জ এ কে ফজলুল হক, নাঙ্গলকোট উপজেলা শিক্ষা অফিসার মনিরুজ্জামান, নাঙ্গলকোট প্রেস ক্লাব সভাপতি মাঈন উদ্দিন দুলাল, সাধারণ সম্পাদক তাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক কেফায়েত উল্লাহ মিয়াজী, পৌর হিসাব রক্ষণ কর্মকর্তা আবুল খায়ের প্রমুখ।