বৃহস্পতিবার, ১০ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ আগামীকাল

এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ আগামীকাল
১৫ Views

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল আগামীকাল বৃহস্পতিবার (১১ জুলাই) দুপুরে প্রকাশ করা হবে। ফলাফল জানা যাবে শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইট, সংশ্লিষ্ট পরীক্ষা কেন্দ্র বা শিক্ষাপ্রতিষ্ঠান এবং মোবাইল ফোনের এসএমএস-এর মাধ্যমে।এ তথ্য নিশ্চিত করেছেন ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ও আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক ড. খন্দোকার এহসানুল কবির। তিনি স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানান, ফলাফল প্রকাশের পরপরই অনলাইনে এবং এসএমএসের মাধ্যমে শিক্ষার্থীরা তাদের ফল জানতে পারবে।

ফলাফল দেখার নিয়ম (অনলাইন):
শিক্ষার্থীরা বোর্ডের নির্ধারিত ওয়েবসাইটে গিয়ে রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর, পরীক্ষার নাম, বছর এবং শিক্ষাবোর্ড সিলেক্ট করে ‘Submit’ বাটনে ক্লিক করে ফলাফল জানতে পারবে।

ফলাফল দেখার নিয়ম (এসএমএস):
মোবাইল ফোনের মেসেজ অপশনে গিয়ে লিখুন:
SSC <space> বোর্ডের প্রথম তিন অক্ষর <space> রোল নম্বর <space> পাসের বছর
এবং পাঠিয়ে দিন ১৬২২২ নম্বরে।
উদাহরণ: SSC Dha 123456 2025 লিখে পাঠাতে হবে ১৬২২২ নম্বরে।

বিশেষ নির্দেশনা:

  • মাদ্রাসা বোর্ডের জন্য: MAD

  • কারিগরি বোর্ডের জন্য: TEC

ফলাফল পুনঃনিরীক্ষা (খাতা চ্যালেঞ্জ):
ফলাফল নিয়ে অসন্তুষ্ট শিক্ষার্থীরা ১১ জুলাই থেকে ১৭ জুলাইয়ের মধ্যে ফল পুনঃনিরীক্ষার আবেদন করতে পারবে। শুধু টেলিটক সিম থেকে এসএমএসের মাধ্যমে আবেদন করতে হবে।

আবেদনের ফরম্যাট:
RSC <space> বোর্ডের প্রথম তিন অক্ষর <space> রোল নম্বর <space> বিষয় কোড
পাঠাতে হবে ১৬২২২ নম্বরে।
একাধিক বিষয়ের জন্য কোড লিখতে হবে কমা দিয়ে, যেমন: ১০১,১০২,১০৩
প্রতি বিষয়ে আবেদন ফি ১৫০ টাকা।

পরীক্ষা সংক্রান্ত তথ্য:

  • এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হয়েছিল ১০ এপ্রিল এবং শেষ হয় ১৩ মে।

  • ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হয় ১৫ থেকে ২২ মে।

  • এবার মোট পরীক্ষার্থীর সংখ্যা: ১৯,২৮,০০০+

    • সাধারণ বোর্ড: ১৪,৯০,১৪২ (ছাত্র: ৭,০১,৫৩৮ | ছাত্রী: ৭,৮৮,৬০৪)

    • মাদ্রাসা বোর্ড: ২,৯৪,৭২৬ (ছাত্র: ১,৫০,৮৯৩ | ছাত্রী: ১,৪৩,৮৩৩)

    • কারিগরি বোর্ড: ১,৪৩,৩১৩ (ছাত্র: ১,০৮,৩৮৫ | ছাত্রী: ৩৪,৯২৮)

  • কেন্দ্র সংখ্যা:

    • সাধারণ বোর্ড: ২,২৯১টি

    • মাদ্রাসা বোর্ড: ৭২৫টি

  • প্রতিষ্ঠান সংখ্যা:

    • সাধারণ বোর্ড: ১৮,০৮৪টি

    • মাদ্রাসা বোর্ড: ৯,০৬৩টি

Share This

COMMENTS