বৃহস্পতিবার, ১৭ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

ওষুধ-জনবল সংকটে শাহরাস্তিতে পরিবার পরিকল্পনা সেবা বিঘিœত

ওষুধ-জনবল সংকটে শাহরাস্তিতে  পরিবার পরিকল্পনা সেবা বিঘিœত
৩৮ Views

            নিজস্ব প্রতিনিধি\ চাঁদপুরের শাহরাস্তি উপজেলা ও ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কেন্দ্রগুলোতে ওষুধ ও জনবল সংকটে মা ও শিশু স্বাস্থ্যসেবা এবং পরিবার পরিকল্পনা কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। উপজেলার পৌরসভা ও ৯টি ইউনিয়নের কেন্দ্রে গত ৮ মাস ধরে এই সংকট বিরাজ করছে।

            জানা গেছে, পরিবার পরিকল্পনার অস্থায়ী পদ্ধতি দীর্ঘদিন ধরে সরবরাহ না থাকায় স্থানীয় জনগণ সেবা থেকে বঞ্চিত হচ্ছেন। জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি উপকরণের অনুপস্থিতে ওই কেন্দ্রগুলোতে সেবা গ্রহণকারী রোগীদের সংখ্যা দিনদিন কমে যাচ্ছে। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরদারির অভাব রয়েছে বলে অভিযোগ উঠেছে। এসব কেন্দ্রে সেবা প্রদানের জন্য প্রয়োজনীয় ওষুধ (ডিডি স্কিল) পর্যন্ত অনুপস্থিত। এতে করে সাধারণ গর্ভবতী মায়েদের প্রয়োজনীয় ওষুধ না পেয়ে ভোগান্তিতে পড়তে হচ্ছে। শিশুর স্বাভাবিক স্বাস্থ্যসেবা কার্যক্রমও বিঘিœত হচ্ছে। এ ছাড়া জনবল সংকটও বর্তমানে চরমে পৌঁছেছে। একটি কেন্দ্রে অনুমোদিত ১১টি পদে মাত্র ৫ জন কর্মরত আছেন। ফলে দায়িত্বপ্রাপ্ত সহকারীরা অতিরিক্ত কাজের চাপে পড়ছেন।

            এ বিষয়ে পরিবার পরিকল্পনা পরিদর্শক মো. আকতার হোসেন বলেন, আমরা দীর্ঘদিন ধরে ওষুধ এবং অন্যান্য সামগ্রীর চাহিদা পাঠিয়ে আসছি। কিন্তু এখন পর্যন্ত কোনো কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হয়নি। জনবল সংকটও দীর্ঘদিনের সমস্যা। উপজেলা পরিবার পরিকল্পনা ও ইউপি স্বাস্থ্য কর্মকর্তা ডা. এনামুল হক জানান, এসব স্বাস্থ্য কেন্দ্রে পরিবার পরিকল্পনা পদ্ধতি, প্রসবপূর্ব সেবা, প্রসবকালীন সেবা, নবজাতকের পরিচর্যা, ০-৫ বছরের শিশুর স্বাস্থ্যসেবা, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও প্রজনন স্বাস্থ্যসেবা, সাধারণ রোগের চিকিৎসা কার্যক্রমসহ ২৫ রকমের ওষুধ বিনামূল্যে রোগীদের সরবরাহ করা হয়ে থাকে। বর্তমানে প্রয়োজনীয় জন্মনিয়ন্ত্রণ সামগ্রী ও ওষুধের ঘাটতির কারণে স্বাস্থ্য সহকারীরাও সেবা প্রদানে হিমশিম খাচ্ছেন। আশা করছি আগামী মাস থেকে এ সমস্যার সমাধান হবে।

Share This