রবিবার, ২৭শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২১-২৪ ডিসেম্বর

২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২১-২৪ ডিসেম্বর
১২০ Views

📝 ২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষা: গুরুত্বপূর্ণ তথ্য

📅 পরীক্ষার তারিখ:
২১ থেকে ২৪ ডিসেম্বর ২০২৫

🏫 কে পরীক্ষা দিতে পারবে?
শুধুমাত্র সরকারি প্রাথমিক বিদ্যালয়,
পিটিআই সংলগ্ন পরীক্ষণ বিদ্যালয়,
এবং সরকারি মাধ্যমিক বিদ্যালয়সংলগ্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা।

📚 পরীক্ষার বিষয় (মোট ৪টি):
১. বাংলা – ১০০ নম্বর
২. ইংরেজি – ১০০ নম্বর
৩. প্রাথমিক গণিত – ১০০ নম্বর
৪. বাংলাদেশ ও বিশ্বপরিচয় + প্রাথমিক বিজ্ঞান – ৫০ + ৫০ = ১০০ নম্বর

🕒 প্রতিটি বিষয়ের পরীক্ষার সময়:
২ ঘণ্টা ৩০ মিনিট

📊 নম্বরের মোট পরিমাণ:
৪০০ নম্বর

📌 শর্ত ও নির্দেশনা:

  • প্রত্যেক সরকারি বিদ্যালয় ও পিটিআই সংলগ্ন বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণ বাধ্যতামূলক।

  • শুধুমাত্র পঞ্চম শ্রেণির শিক্ষার্থীরা অংশ নিতে পারবে।

  • প্রথম সাময়িক পরীক্ষার ফলাফলের ভিত্তিতে নির্বাচিত সর্বোচ্চ ৪০% শিক্ষার্থী বৃত্তি পরীক্ষায় অংশ নিতে পারবে।

🌐 বিস্তারিত তথ্যের জন্য ভিজিট করুন:
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইট

Share This